Mamata Banerjee: উত্তরবঙ্গে যাওয়ার আগে বিয়ের সুখবর দিলেন মমতা

Mamata Banerjee

উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতায় মমতা বন্দ্যেপাধ্যায় (Mamata Banerjee) দিলেন বিয়ের সুখবর। মুখ্যমন্ত্রীর মুখে সুখবর শুনে আলোড়িত রাজনৈতিক মহল।

Advertisements

মমতার মুখে বিয়ের কথা শুনে মুহূর্তে আলোড়ন ছড়ায় কার বিয়ে? কবে বিয়ে? মমতা বন্দ্যেপাধ্যায় বলেছেন তাঁর পরিবারে একটি বিয়ের অনুষ্ঠান হতে চলেছে। তিনি বলেন, ‘আমি পাহাড়কে ভালোবাসি, দলিতকে ভালোবাসি। পাহাড়ের সঙ্গে সমতলের পারিবারিক বন্ধন হচ্ছে। মেয়েটি পাহাড়ি। আমার পরিবারের একটি ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে।’

   

আমরা সব জনজাতিদের নিয়ে একসাথে চলি। আমাদের পরিবারের সাথে এক পাহাড়ি মেয়ের বিয়ে হচ্ছে। পাহাড়ের সাথে সমতলের যে একটা রক্তের বন্ধন এবং হৃদয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছে। আমি কোন পারিবারিক অনুষ্ঠানে থাকি না, কালকেও থাকবো না। ওরা বিয়ের পর আমার কাছে আশীর্বাদ নিতে আসবে কাল আমার এটুকু প্রোগ্রাম।

উত্তরবঙ্গে নিজের রুট জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পরশুদিন আমরা কার্শিয়াং প্ল্যান করেছি। কার্শিয়াং কালিংপং দার্জিলিং মিরিক-এ ওখানে অনেক কিছু দেওয়ার আছে। তারপর আমি বাগডোগরা ফিরে এসে হাসিমারা হয়ে আলিপুরদুয়ার যাব। দশ তারিখে আলিপুরদুয়ারে মিটিং আছে। সেখানে মিটিং করে আমি চলে যাব বানারহাটে। ওটা জলপাইগুড়িতে। তারপর আমি উত্তর কন্যায় ফিরে আসব। ফিরে এসে আমি ১২ তারিখ শিলিগুড়িতে প্রোগ্রাম করব।

ফ্লিম ফেস্টিভ্যাল নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দশ তারিখ অবধি ফ্লিম ফেস্টিভ্যাল চলবে। টলিউড, বলিউড, হলিউডের যে ত্রিধারার মিলন হয়েছে তাতে আমি খুশি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements