
প্রয়াত হয়েছেন আকাশবাণী ও দূরদর্শনের বিশিষ্ট সংবাদ পাঠিকা ছন্দা সেন। বয়স হয়েছিল ৭৮ বছর।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। হঠৎ করেই বুধবার রাত দুটো নাগাদ গুরুতর অসুস্থ হওয়ায় সরকারি এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে,সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।
১৯৭৪ সালে আকাশবাণীতে যোগ দেন ছন্দা সেন। এরপর ১৯৭৫ থেকে কলকাতা দূরদর্শনেও নিয়মিত সংবাদ পাঠ করতেন ছন্দা সেন। যদিও তার পর থেকেই তিনি অসুস্থ ছিলেন৷ ২০০৬-তে সাংবাদিকতার জগত থেকে অবসর গ্রহণ করেন তিনি। তাঁর এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংবাদ জগতে৷ আজ কেওড়াতলার মহাশ্মশানে ছন্দা সেনের শেষকৃত্য সম্পন্ন হবে।
তবে তার আগে শ্রদ্ধা নিবেদনের জন্য দেহ নিয়ে আসা হবে আকাশবাণী ভবনে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন




