HomeWest BengalKolkata CityLoksabha election 2024: মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে অমিতের বিরুদ্ধে থানায় চন্দ্রিমা

Loksabha election 2024: মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে অমিতের বিরুদ্ধে থানায় চন্দ্রিমা

- Advertisement -

লোকসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে অমিত মালব্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য শুক্রবার বিকেল ৪টে ১৭ মিনিটে এক্স হ্যান্ডলে একটি টুইট করে দাবি করেছিলেন, জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন মমতা। নিজের বক্তব্যের সমর্থনে একটি ভিডিয়ো ক্লিপিংসও পোস্ট করেছিলেন তিনি। সেই ভিডিও ক্লিপিং-এ মমতার বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের অভিযোগ তুলে গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ করেছেন।

চন্দ্রিমা গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করে জানান, মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে মহিলাদেরও সম্মানহানি করেছেন তিনি। ওই বিজেপি নেতা ইচ্ছাকৃত ভাবে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন বলেও দাবি করা হয় ওই অভিযোগপত্রে। চন্দ্রিমা ওই অভিযোগপত্রে লেখেন, “অভিযুক্ত তাঁর এক্স পোস্টে দাবি করেছেন, মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে অসংসদীয় এবং অশ্লীল শব্দ ব্যবহার করেছেন। এটা সম্পূর্ণ মিথ্যা এবং তাঁর ভাবমূর্তিতে ইচ্ছাকৃত ভাবে আঘাত করার চেষ্টা।”

   

এখানেই শেষ নয় তিনি আরও দাবি করেন, সমাজে বিভেদ ও বিদ্বেষ বৃদ্ধি করতে এবং শান্তি বিঘ্নিত করতে ওই পোস্ট করা হয়েছিল। এক জন মহিলা হিসাবে তাঁকে ওই এক্স পোস্ট শঙ্কিত করেছে বলেও দাবি করেছেন চন্দ্রিমা। ভারতীয় দণ্ডবিধির ৫০০ এবং ৫০৯ ধারায় অভিযোগ দায়ের করার অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular