এক যুগ বাদে চন্দ্রবিন্দুর নতুন অ্যালবাম! নস্টালজিয়ার মোড়কে ফিরে পাওয়া মখমলে ভালবাসা

আদিত্য ঘোষ, কলকাতা: প্রায় এক যুগ পরে বাংলা ব্যান্ডের অন্যতম পুরধা ব্যান্ড চন্দ্রবিন্দু (Chandrabindu Exclusive) তাঁদের মিউজিক অ্যালবাম নিয়ে হাজির হতে চলেছে। কলকাতা ২৪x৭.ইনকে ফোনে…

আদিত্য ঘোষ, কলকাতা: প্রায় এক যুগ পরে বাংলা ব্যান্ডের অন্যতম পুরধা ব্যান্ড চন্দ্রবিন্দু (Chandrabindu Exclusive) তাঁদের মিউজিক অ্যালবাম নিয়ে হাজির হতে চলেছে। কলকাতা ২৪x৭.ইনকে ফোনে এই বিষয়ে জানিয়েছেন উপল সেনগুপ্ত। তাঁর কথায়, ‘ অ্যালবাম আসছে, কিন্তু কবে আসছে সেই বিষয়ে এখনই কিছু বলতে পারব না। সবে মাত্র কাজ শুরু করেছি।’ নব্বই দশকে বাঙালির মন ছুঁয়ে যাওয়া ব্যাংলা ব্যান্ডের গান বললেই মাথায় আসে চন্দ্রবিন্দুর কথা। আট থেকে আশি, সবার কাছেই ‘ইস্কুল বাড়ি’ কিংবা ‘জুজু’ এখনও লেপ্টে আছে নিভৃতে। এখনও মনখারাপে খুব সহজেই চন্দ্রবিন্দুর গান আমাদের ফিরিয়ে দিতে পারে হাসি। চন্দ্রবিন্দুর অনিন্দ্য-উপল-চন্দ্রিল এখনও মঞ্চ মাতাতে ওস্তাদ। তাঁদের গলায় ‘দুপুরের খামোকা খেয়াল’ আজও স্বপ্নের দেশে হারিয়ে নিয়ে যায় আনায়াসে।

Advertisements

কলকাতার ঐতিহ্যে আরও ধাক্কা, মহানগরের মাত্র একটি রুটেই ট্রাম চালাতে আগ্রহী রাজ্য

Advertisements

২০১২ সালে শেষ অ্যালবাম মুক্তি পেয়েছিল চন্দ্রবিন্দুর। এরপর কেটেছে ১২ বছর। মাঝে অ্যালবাম নেই কেন? এই প্রশ্নের উত্তরে উপল সেনগুপ্ত জানালেন, ‘ এমনিই করা হয়নি। বিশেষ কোনও কারণ নেই।’ তিনি একটু থেমে আরও জানালেন যে, ‘ চন্দ্রবিন্দুর তাঁদের গানের লিরিকস, গানের ধরণের জন্য বিখ্যাত। আমরা আমাদের শেষ অ্যালবামে কিন্তু এক্সপিরিমেন্ট করেছিলাম। তবে আমাদের দশ নম্বর অ্যালবামে আমরা আবার পুরোনো ছকে ফিরছি।’ তাঁকে জিজ্ঞাসা করা হল, ‘ কী কী গান থাকছে এইবার অ্যালবামে?’ তিনি জানালেন, ‘ সব গান এখনও ঠিক হয়নি। তবে বেশকিছু গান আমরা ইতিমধ্যেই মঞ্চে গেয়ে ফেলেছি। যেমন প্রধানমন্ত্রী প্লিজ আমাকে একটা মেয়ে দেখে দিন ইতিমধ্যেই সাড়া ফেলেছে।’

আত্মপ্রকাশ করল নতুন বাংলা ওটিটি প্ল্যাটফর্ম ‘Fridaay’

তিনি আরও জানালেন যে, ‘ আমাদের গানের যা সম্ভার আছে তা দিয়ে এখনই আমরা দুটো অ্যালবাম করে ফেলতেই পারি কিন্তু কোনও কারণবশত গত এক যুগে আমরা অ্যালবাম করে ওঠা হয়নি। তবে আমরা কিন্তু সবে মাত্র কাজে হাত দিয়েছি তাই এখনই বলতে পারছি না কবে রিলিজ হবে কিন্তু এটা খবর যে চন্দ্রবিন্দুর অ্যালবাম আসছে।’ অন্যদিকে চন্দ্রিল ভট্টাচার্য জানালেন যে, ‘ আমার পক্ষে এখনই কিছু জানানো সম্ভব না তবে অ্যালবাম আসতে আসতে পুজোর শুরু হয়ে যেতে পারে।’

৩৫ বছর ছুঁতে চলেছে গানের দল চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু মানেই কলেজ জীবনের নস্ট্যালজিয়া, মধ্যবিত্ত ভীরু বাঙালি যুবকের মন কেমনমাখা প্রেম। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল চন্দ্রবিন্দুর প্রথম অ্যালবাম ‘আর জানি না’। অবশেষে তাঁদের দশ নম্বর অ্যালবাম আসতে চলেছে।