পুজোর আগে সরকারি কর্মচারীদের বাড়ল ডিএ

সরকারি কর্মীদের প্রত্যাশাপূরণ। পুজোর আগেই জোড়া সুখবর সরকারি কর্মীদের। মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রীসভা।সূত্রের খবর, ৪ শতাংশ ডিএ বাড়বে। এদিন কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক ছিল, সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা। এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে বেড়ে হল ৪৬ শতাংশ।

গত ১ জুলাই থেকে নতুন হারে ডিএ কার্যকর হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। আগামী নভেম্বর মাস থেকেই বেতন বাড়বে তাদের। জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ধিত ডিএ-র টাকা এরিয়ার হিসেবে যুক্ত হবে কর্মীদের বেতনের সঙ্গে। এই খবরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের উৎসবের আনন্দ যে দ্বিগুন হতে চলেছে। উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে গত কয়েক মাস ধরে বিক্ষোভ দেখাচ্ছেন।

   

উল্লেখ্য, দীপাবলি উপলক্ষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে মোদী সরকার। গ্রুপ সি ও গ্রুপ বি কর্মীদের জন্য ৭০০০ টাকা করে বোনাস দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীন ডিপার্টমেন্ট অব এক্সপেনডিচারের তরফ থেকে এই বোনাসের কথা ঘোষণা করা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন