HomeWest BengalKolkata Cityকলকাতায় এসেই 'কেল্লাফতে' সিবিআইয়ের! ময়দানে নেমেই জট খুলতে প্রস্তুত রহস্যের

কলকাতায় এসেই ‘কেল্লাফতে’ সিবিআইয়ের! ময়দানে নেমেই জট খুলতে প্রস্তুত রহস্যের

- Advertisement -

বুধবার সকালে কলকাতা এসেছে সিবিআইয়ের (CBI) বিশেষ টিম। শুধু তাই নয় কলকাতায় এসেই তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রের খবর, মৃত তরুণীর কল রেকর্ড খতিয়ে দেখার পরিকল্পনা রয়েছে তাঁদের। তাঁদের মতে রহস্যের জট খুলতে পারে ওই কল রেকর্ড। শুধু কি সঞ্জয় নাকি এই ঘটনার পিছনে রয়েছে আরও কেউ, সেই দিকেও নজরে রয়েছে সিবিআইয়ের। প্রসঙ্গত আদালতের নির্দেশ মেনে বুধবার সকাল ১০টার মধ্যে অভিযুক্তকেও তুলে দেওয়া হল সিবিআইয়ের হাতে।

ভারতে গোপন বাড়ি থেকে হাসিনার আহ্বানে বাংলাদেশ গরম! ১৫ আগস্ট রক্তাক্ত সংঘর্ষ আশঙ্কা

   

বুধবার সকালে কলকাতা পুলিশের প্রিজন ভ্যানে করে লালবাজার থেকে এসএসকেম হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে। সেখানে স্বাস্থ্যপরীক্ষার পর ওই গাড়িতেই তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগরের সিজিও কমপ্লেক্সে। গোটা প্রক্রিয়ার সময় সঙ্গে ছিলেন সিবিআইয়ের আধিকারিকরা।সিবিআই টিমে ২৫ জন সদস্য আছেন। সিবিআইয়ের আধিকারিকদের পাশাপাশি ছিলেন মেডিক্যাল বিশেষজ্ঞ এবং ফরেন্সিক বিশেষজ্ঞেরা। সিবিআই সূত্রে খবর, এই বিশেষজ্ঞদের নিয়ে সিবিআইয়ের একটি দল পৌঁছবে আরজি কর হাসপাতালে। সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবে তারা। হাসপাতালের চার তলার যে সেমিনার হলে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে, সেইখানে গিয়ে নমুনা সংগ্রহের কাজও করবেন বিশেষজ্ঞেরা।

আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশের পর বিবৃতি জারি কলকাতা পুলিশের

সিবিআই সূত্রে খবর, বুধবারই ধৃতকে শিয়ালদা আদালতে পেশ করে হেফাজতে চাওয়া হবে। এর পর শুরু হবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। একই সঙ্গে এদিন নিহত চিকিৎসকের মা – বাবাকেও জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। কথা হতে পারে তাঁর প্রেমিকের সঙ্গেও।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular