HomeWest BengalKolkata Cityমুখোমুখি পার্থ-কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ, সেকারণেই হেফাজতে চায় সিবিআই

মুখোমুখি পার্থ-কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ, সেকারণেই হেফাজতে চায় সিবিআই

- Advertisement -

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আজ তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন আবেদন জানাচ্ছে সিবিআই (CBI)। অন্যদিকে, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে হেফাজতে নেওয়ার জন্য আজ আদালতে পেশ করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, পার্থ ও কল্যাণময়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতেই হেফাজতে নিতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, কলকাতা হাইকোর্টে জমা দেওয়া প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির রিপোর্টে স্পষ্ট করে উল্লেখ রয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম। সিবিআইয়ের অনুমান, স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ করা নিয়োগ তালিকা চলে যেত মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। সেই তালিকায় শেষ অনুমোদন থাকত কল্যাণময়ের। কার নির্দেশে নিয়োগের ক্ষেত্রে অনুমোদন করতেন কল্যাণোময়? তা জানার জন্যেই দুই জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

   

সিবিআইইয়ের বক্তব্য, কার নির্দেশ নিয়গ হত? নিয়োগের ক্ষেত্রে কারা সুপারিশ করত? গতকাল টানা ৬ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছে সিবিআই। সেকারণেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। কিন্তু দীর্ঘ ১০ বছর ধরে কার প্রভাবে পর্ষদ সভাপতি আসনে বসেছিলেন কল্যাণময়? সেটাও জানা জরুরী বলে মনে করছে সিবিআই।
শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নয়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহাকেও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মনে করা হচ্ছে। কারণ, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও শূন্যপদের তথ্য নিয়ে বেআইনি ভাবে সেই তথ্য কাজে লাগান এসএসসির উপদেষ্টা শান্তিপ্রসাদ এবং সুপারিশপত্র ছাপানোর কাজ করেছিলেন সমরজিৎ আচার্য। পার্থ এবং কল্যাণকে মুখোমুখি বসিয়ে জেরা করলে সংশ্লিষ্ট মামলায় অনেক তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন তদন্তকারীরা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular