TET Scam: সিবিআই তল্লাশিতে ভয়ে কাঁপছে তৃণমূল, গ্রেফতারির আশঙ্কা

CBI raids house of former chief minister Lalu Prasad Yadav in recruitment corruption case

এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও পৌঁছাল সিবিআই টিম। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাণিক ভট্টাচার্যের যাদবপুরের দুটি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই।

সিবিআই সূত্রে খবর, মাণিক ভট্টাচার্যের সম্পত্তির হদিশ পেতেই তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই।
এছাড়াও পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচি বাড়ি, পর্ষদ কার্যালয় সহ কলকাতায় ছ’টি জায়গায় তল্লাশি শুরু করেছে সিবিআই। এই দলে রয়েছেন ৫০ থেকে ৬০ জন সিবিআই অফিসার। কলকাতায় ৬টি দলে ভাগ হয়ে এই তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই।

   

উল্লেখ্য, এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশে পর্ষদের সভাপতি থেকে সরানো হয়েছে পর্ষদের সভাপতি মাণিক ভট্টাচার্যকে। সেই দুর্নীতিতে নেমে চন্দন মণ্ডল নামে এক ব্যক্তির নাম জড়িয়েছে। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের পরামর্শ অনুযায়ী সিবিআইয়ের একটি এসআইটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এরই মধ্যে ২৬৯ কর্মরত শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত করেছে কলকাতা হাইকোর্ট। সেখানে বহু তৃণমূল নেতাদের নাম জড়িয়েছে। সদ্য তিন বিধায়কের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপারিশের অভিযোগ জমা পড়েছে কলকাতা হাইকোর্টে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন