তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব সিবিআইয়ের

MLA Paresh Pal

কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় এবার বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে (Paresh Pal) তলব করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে পরেশ পালকে।

Advertisements

গত শনিবারেই তৃণমূল বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদের দাবী জানিয়ে সিজিও কমপ্লেক্সের বাইরে ধর্না দেন মৃত বিজেপি নেতা অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। তাঁর দাবী, তদন্ত ঠিক পথে এগোচ্ছে না। ভাইয়ের মৃত্যুর ঘটনার সঙ্গে একাধিক প্রভাবশালী নেতা জড়িত বলেও দাবী করেন তিনি। তাই বিধায়ক পরেশ পাল এবং কাউন্সিলরদের জিজ্ঞাসাবাদের দাবী তুলে সরব হতে দেখা যায় তাঁকে।

   
Advertisements

আদালতের নির্দেশে অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় তদন্তভার গেছে সিবিআইয়ের হাতে। তদন্তভার নেওয়ার পর থেকেই একাধিকবার বিশ্বজিৎ সরকারের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। কিন্তু তদন্ত সঠিকভাবে এগোচ্ছে না বলেই অভিযোগ তুলেছেন তিনি। সম্প্রতি অভিজিৎ সরকারের খুনের তদন্তে থাকা অফিসারকে বদল করেছে সিবিআই। ডিএসপি থেকে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডিশনাল এসপি মর্যাদার অফিসারকে।
সেই ঘটনায় এবার সিবিআইয়ের তদন্ত নিয়ে অভিজিৎ এর দাদা বিশ্বজিৎ ধর্নায় বসতেই তৎপর হল সিবিআই। তলব করা হল তৃণমূল বিধায়ককে।