Madan Mitra: মোবাইলের আলো জ্বেলে সিবিআই কী খুঁজছে মদন মিত্রের ঘরে?

প্রাক্তন মন্ত্রী ও বর্তমান তৃণমূল বিধায়ক মদন মিত্রের তিন আস্তানায় তল্লাশি। ভবানীপুর, দক্ষিণেশ্বরের আবাসন ও আবাসন সংলগ্ন মদন মিত্রের অফিসে চলছে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

মদন মিত্রের অফিসের তালা খুলে দিস্তা দিস্তা কাগজ তল্লাশি করছেন তারা। কাগজ পরীক্ষা করা হবে, আলমারি খুলে ফাইল তল্লাশি করছেন তারা। দক্ষিণেশ্বরের পাঁচ তলায় মদন মিত্রের আবাসন ও আবাসন সংলগ্ন অফিসে চলছে তল্লাশি। ভেতরে পর্যাপ্ত আলো না থাকায়, মোবাইলের আলো জ্বেলে চলছে তল্লাশি অভিযান। ফাইল, নথি সাথে নিচ্ছেন সিবিআই আধিকারিকরা। বস্তা বস্তা করে রাখা ছিল ফাইল।

   

কামারহাটি পুরসভার দুনীর্তি মামলায় অয়ন শীল ও তার বান্ধবী শ্বেতা চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের পর অয়ন শীলের ফ্ল্যাট ও অফিস থেকে যে নথি পাওয়া গেছিল, তা থেকেই মদন মিত্রের নাম আসে। তার পরিপ্রেক্ষিতে মদন মিত্রের বাড়িতে তল্লাশি চলছে। তৃণমূল দল সংক্রান্ত ফাইল নিয়ে ফের জিজ্ঞাসাবাদের জন্য ফ্ল্যাটে ঢুকে যান সিবিআই আধিকারিকরা। রয়েছে কড়া নিরাপত্তা। পাহারায় কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। আবাসনে ঢুকতে দেওয়া হচ্ছেনা কাউকেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন