HomeWest BengalKolkata CityCBI : আলিপুর থেকে কৃষ্ণনগর, সিবিআইয়ের জোড়া তল্লাশি মহুয়া মৈত্রের বাড়ি থেকে...

CBI : আলিপুর থেকে কৃষ্ণনগর, সিবিআইয়ের জোড়া তল্লাশি মহুয়া মৈত্রের বাড়ি থেকে পার্টি অফিসে

- Advertisement -

একদিনে জোড়া তল্লাশি সিবিআইয়ের সিবিআই সূত্রে খবর, সংসদে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’কাণ্ডে আলিপুরের ওই ফ্ল্যাটে প্রায় সাত ঘণ্টা ধরে চলে তল্লাশি। শনিবার সকালে আলিপুরের ‘রত্নাবলী’ নামে একটি আবাসনে যায় সিবিআইয়ের একটি দল। ওই আবাসনের ন’তলার একটি ফ্ল্যাটে থাকেন মহুয়ার বাবা দীপেন্দ্রলাল মৈত্র এবং মা মঞ্জু মৈত্র। শনিবার সকাল ৭টা নাগাদ সেই আবাসনে পৌঁছন সিবিআইয়ের আধিকারিকেরা।

শনিবারই দুপুরে কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের সাংসদ কার্যালয়ে হানা দিল সিবিআই। সিবিআই সূত্রের খবর, সেখানে গিয়েছেন সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় সিদ্ধেশ্বরীতলার এই বাড়ি থেকেই প্রচারের কাজ সেরেছেন তিনি। তবে, সিদ্ধেশ্বরীতলার বাড়িতে নেই মহুয়া মৈত্র। জানা গিয়েছে, শনিবার সকালে দলীয় প্রচারে গিয়েছেন কৃষ্ণনগরে।

   

প্রসঙ্গত হুয়ার বিরুদ্ধে অভিযোগ নিয়ে গত ১৯ মার্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। যদিও এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত কলকাতা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। তাঁরা কিছু পাননি বলে জানা গিয়েছে। তৃণমূল এই ঘটনাকে ‘প্রতিহিংসা’ বলে দাবি করেছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular