Manish Jain : শিক্ষা দফতরের প্রাক্তন মুখ্য সচিবকে তলব করেছে CBI

রাজ্য শিক্ষা দফতরে নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে। পঞ্চায়েত ভোটের পর ফের নড়েচড়ে বসেছে সিবিআই। এদিন তদন্ত সংক্রান্ত কিছু তথ্য জানতে শিক্ষা দফতরের প্রাক্তন মুখ্য সচিবকে…

CBI raided

রাজ্য শিক্ষা দফতরে নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে। পঞ্চায়েত ভোটের পর ফের নড়েচড়ে বসেছে সিবিআই। এদিন তদন্ত সংক্রান্ত কিছু তথ্য জানতে শিক্ষা দফতরের প্রাক্তন মুখ্য সচিবকে তলব করা হয়। তিনি যাবেন নাকি এড়িয়ে যাবেন তা নিয়ে চলছে বিতর্ক।

Advertisements


এর আগে শিক্ষা সচিব মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য উঠে আসে। এর পরই শিক্ষা দফতরের কাছে নথি চেয়ে পাঠায় সিবিআই। সেই নথি পাওয়া গেছে। প্রয়োজনীয় সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। নথি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ হিসেবে শিক্ষা সচিব মণীশ জৈনকে আবার তলব করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর।

বিজ্ঞাপন