HomeWest BengalKolkata CityCBI: প্রেসিডেন্সি জেলে পার্থকে টানা জেরা, বিশেষ তথ্য নিল সিবিআই

CBI: প্রেসিডেন্সি জেলে পার্থকে টানা জেরা, বিশেষ তথ্য নিল সিবিআই

- Advertisement -

নিয়োগ দুর্নীতির তদন্তে জেলবন্দি রাজ্যের প্রাক্রন শিক্ষামন্ত্রী চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা করল সিবিআই। গত বুধবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে জেরা করার আর্জি জানায়।আর্জিতে সম্মতি দেন বিচারক। এরপরই শুক্রবার প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থকে জেরা করলেন সিবিআইয়ের গোয়েন্দারা।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত বছর থেকে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার বেলা ১২ টা নাগাদ জেলে যান সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে যে নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তথ্য পেয়েছেন তারা যা আদালতে শুনানির সময়ও জানান সিবিআইয়ের আইনজীবী। সেই নতুন তথ্য নিয়েই জেরা করা হয় পার্থকে আজকে। তবে সেই নতুন তথ্য সম্পর্কে কিছু জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

   

সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে যে পার্থ দুর্নীতির মূল চক্রী। অভিযোগ শিক্ষামন্ত্রী থাকাকালীন তিনি নিজের পদের অপব্যবহার করে নিয়োগ দুর্নীতির চক্র চালিয়েছেন। তদন্তের গতি নিয়ে প্রশ্ন উঠলেও সিবিআই আদালতে বুধবার সিবিআইয়ের তরফে দাবি করা হয় যে তদন্তকারীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে দ্রুত তদন্ত করছেন।

সিবিআইয়ের তরফে বুধবার আদালতে জানানো হয় যে পার্থের বিরুদ্ধে তদন্তে একের পর এক নতুন তথ্য উঠে এসেছে। তাই তাঁকে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। অপর দিকে, বুধবারের শুনানির পরে পার্থ চট্টোপাধ্যায় আদালত চত্বরে জানান যে তদন্তে উঠে আসা নতুন তথ্যের ব্যাপারে তাঁর কিছু জানা নেই।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular