হাঁসখালির ধর্ষণ মামলায় কেস ডায়েরি তলব হাইকোর্টের

ssc high

অবশেষে হাসখালি ধর্ষণ মামলায়  কেস ডায়েরি তলব করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। জানা গিয়েছে, দুপুর ২টোর মধ্যে জমা দিতে হবে।

এ বিষয়ে আইনজীবী সুস্মিতা সাহা দত্ত আদালতে জানান, হাসখালি ঘটনায় ‘সোমবার মিলন মেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মেয়েটি প্রেগনেন্ট, ছেলেটির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল… যে এই ধর্ষণ মতো ঘৃণ্য কাজ করেছেন তাঁর বাবা যথেষ্ট প্রভাবশালী।

   

গত ৫ই এপ্রিল জন্মদিনের পার্টিতে গিয়েছিল নির্যাতিতা।
আমি এই ঘটনায় রাজ্যের পুলিশের ওপর আস্থা রাখতে পারছি না। মেয়েটিকে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করার সুযোগ দেওয়া হয়নি। বিনা চিকিৎসায় তাঁর ময়না তদন্তের জন্য অবধি সময় দেওয়া হয়নি। তাঁর বাবা এতটা প্রভাবশালী ব্যক্তি শ্মশানে নিয়ে দেহ দাহ করে দিয়েছেন।’

তাঁর আরও অভিযোগ, মামলার তদন্তই শুরু করেনি পুলিশ। ঘটনার ১৫ দিন কেটে যাওয়ার পর বিষয়টি গোপন করে রাখা হয়েছে। অবিলম্বে মামলার কেস ডায়েরি চেয়ে পাঠক আদালত।

সিআইএসএফ, অথবা সিআরপিএফ দিয়ে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করুক আদালত। নির্যাতিতার পরিবার আতঙ্কিত।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন