HomeWest BengalKolkata Cityওসির পর এবার সিবিআই-এর নজরে সিপি বিনীত গোয়েল!

ওসির পর এবার সিবিআই-এর নজরে সিপি বিনীত গোয়েল!

- Advertisement -

তিলোত্তমার ধর্ষণ ও খুনের কাণ্ডে ইতিমধ‌্যেই সন্দীপ ঘোষকে ফের গ্রেফতার করেছে সিবিআই। গতকাল এই ঘটনাতে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, এবার সিবিআই-এর নজরে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল(CP Vineet Goyal।

সূত্র মারফত জানা যাচ্ছে, সিপি বিনীত গোয়েলকে তলবের প্রস্তুতি নিচ্ছে সিবিআই। যদিও এরই মাঝে ফের মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তবে সিপি বিনীত গোয়েলকে তলবের পদক্ষেপ নিতে চলেছে সিবিআই।

   

সিবিআই সূত্রে খবর, গত শনিবার টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে মূলত গ্রেফতার করে সিবিআই। কারণ তিলোত্তমা কাণ্ডে কর্তব্যে বহু গাফিলতির অভিযোগ রয়েছে। এই বিষয়টি নিয়ে সিবিআই কর্তারা মনে করছেন, ইচ্ছাকৃতভাবে এক্ষেত্রে গাফিলতি করেছেন টালা থানার ওসি। শনিবার গ্রেফতারির পর সিজিও কমপ্লেক্সে চলছে জিজ্ঞাসাবাদ। আর অভিজিৎ মণ্ডলের কথায় বেশ অসঙ্গতি মিলেছে। সেই কারণে বিনীত গোয়েলের ভূমিকা নিয়েও রয়েছে বহু প্রশ্ন খবর সূত্রের।

এর আগে ১৪ অগস্ট রাতে যখন আরজি কর হাসপাতালে ভাঙচুর হয়, সেখানে দাঁড়িয়েই সিপি বিনীত গোয়েল বলেছিলেন, “আমরা কোনও কিছু ভুল করিনি। আমি আমার অন্তর থেকে বলছি, আমরা কাউকে বাঁচানোর চেষ্টা করছি না।”

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular