HomeWest BengalKolkata Cityআরজি কর দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের জালে 'সন্দীপ ঘনিষ্ট' ফরেন্সিক অধ্যাপক

আরজি কর দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের জালে ‘সন্দীপ ঘনিষ্ট’ ফরেন্সিক অধ্যাপক

- Advertisement -

আরজি কর (RG Kar case) কাণ্ডে তদন্তের গতি বাড়াচ্ছে সিবিআই, গত ১০ দিনে প্রাক্তণ অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) লাগাতার জেরা, প্রাক্তণ আরও এক অধ্যক্ষ সঞ্জয় বশিষ্ঠকেও আজ জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই সঙ্গে আর্থিক দুর্নীতি মামলায় হাসপাতালের ফরেন্সিক বিভাগের অধ্যাপক দেবাশিস সোমকে জেরার জন্য নিজাম প্যালেসে নিয়ে গেল সিবিআই (CBI)।

দোষীরা শাস্তি পাক আগে, কর্মবিরতিতে অনড় চিকিত্সকেরা

   

রবিবার সকালে ওই মামলার সূত্রেই কেষ্টপুরে দেবাশিসের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল সিবিআইয়ের একটি দল। সকাল থেকে বিকাল পর্যন্ত তল্লাশি চালানোর পরে বিকেল ৪টে নাগাদ দেবাশিসকে নিয়ে তাঁর বাড়ি থেকে বের হয় সিবিআই।

আরজি করের প্রতিবাদের মধ্যেই গর্জে উঠলেন প্রধানমন্ত্রী মোদী, কড়া বার্তা মমতাকে

দেবাশিস আরজি করের ফরেন্সিক বিভাগের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত। ওই বিভাগের ডেমনস্ট্রেটর পদে রয়েছেন তিনি। এ ছাড়া, আরজি কর মেডিক্যাল কলেজের কাউন্সিলেরও সদস্য তিনি। রয়েছেন কলেজের ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (এনএমসি) কমিটিতেও। সম্প্রতি প্রাক্তন ডেপুটি অধ্যক্ষ আখতার আলির বয়ানে এই ‘সন্দীপ ঘনিষ্ঠ’ দেবাশিসের নাম উল্লেখ রয়েছে। সন্দীপ ঘোষের একাধিক আর্থিক কেলেঙ্কারীতে দেবাশিসের নাম থাকায় এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেল সিবিআই।

আবারও রেল দুর্ঘটনা! উত্তরপ্রদেশে ভেঙে দু-টুকরো ধানবাদগামী গঙ্গা-শতদ্রু এক্সপ্রেস

কিছুদিন আগেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্তে তিন সদস্য সিট গড়েছিল রাজ্য। কিন্তু সেই সিট খারিজ করে সিবিআইয়ের হাতেই তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular