HomeWest BengalKolkata Cityগোরু পাচার তদন্তে অফিসারদের ডাকল CBI

গোরু পাচার তদন্তে অফিসারদের ডাকল CBI

- Advertisement -

গোরু পাচার মামলায় চার কাস্টমস অফিসারকে তলব করেছে (CBI)সিবিআই। অভিযোগ, এনামুল ও আবদুল লতিফের সঙ্গে যোগ ছিল এই কাস্টম অফিসারদের। তাদের মারফত গোরু কিনে বাংলাদেশে পাচার করা হতো। একাধিক অফিসারদের বাড়িতে তল্লাশি অভিযানের পর এবার তলব করেছেসিবিআই।

গোরু পাচার মামলায় একাধিক বিএসএফ কর্তাদের গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

   

অভিযোগ, বীরভূম থেকে সেফ করিডর করা হতো পাচারকারীদের জন্য। এর জন্য অনুব্রত মণ্ডলকে মোটা অঙ্কের টাকা পৌঁছে দিত পাচারকারীরা। গোরু পাচারের জন্য কাস্টমস আধিকারিকদের সম্পর্ক খুঁজে পেয়ে অফিসারদের তলব করা হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular