Saturday, December 6, 2025
HomeWest BengalKolkata Cityসেনার পোশাকে যাদবপুর ক্যাম্পাসে মামলা দায়ের যাদবপুর থানায়

সেনার পোশাকে যাদবপুর ক্যাম্পাসে মামলা দায়ের যাদবপুর থানায়

- Advertisement -

সেনার আদলে পোশাক পরে সোজা যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। স্বতপ্রণোদিত মামলা দায়ের যাদবপুর থানার। নোটিশ পাঠানো হলো বিশ্ববিদ্যালয় উপচার্য বুদ্ধদেব সাউকে। আজই ডেকে পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয় ডিন অফ স্টুডেন্টসকে। পুলিশ সূত্রে খবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভায়েস চ্যান্সেলরকে ৯১ সিআরপিসিতে নোটিশ করা হয়েছে। এবং নোটিশে বলা হয়েছে ওই দিন বিশ্ববিদ্যালয়ে সেনার পোশাকে যাদের দেখা গিয়েছিল, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সহ অন্যান্য নথিপত্র পুলিশের কাছে জমা দিতে হবে।

Advertisements

এর পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসকে ১৬০ সিআরপিসিতে নোটিশ করা হয়েছে। এবং তাকে নোটিশ করে থানায় এসে সংশ্লিষ্ট বিষয় পুলিশ আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে জানিয়েছেন। ক্যাম্পাসে ২৫, ৩০ জনকে নিয়ে ঢোকেন কাজী সাদেক হোসেন। যে মানবাধিকার সংগঠনের হয়ে সেনার আদলে পোশাক পরা ওই মহিলাদের দেখা গিয়েছিল যাদের সেই মুহূর্তে সেনার লোক বলে মনে হয়েছিল। সেই মানবাধিকার সংগঠনের যিনি শীর্ষকর্তা তাকেও নোটিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত হিসেবে তাকে সমন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় যদি কোনও রকম যোগের আভাস পাওয়া যায় তাহলে পুলিশ অফিসাররা তাকে গ্রেফতার করতে পারবে।

   

এর পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের সঙ্গেও পুলিশ আধিকারিকরা কথা বলবেন। পুলিশের তরফ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর চূড়ান্ত অসহযোগিতার অভিযোগও করা হয়েছে। এর কারণ স্বরূপ তারা জানিয়েছেন যখন কলকাতা পুলিশের তরফ থেকে যাদবপুর পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয় যান। সেদিন সেনার পোশাক পরা মহিলাদের বিষয়ে জানতে চাইলে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বাইরের সটান দাঁড় করিয়ে রাখে উপরন্ত কোনও অভিযোগ পর্যন্ত দায়ের করে না।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular