নিয়োগ দুর্নীতিমুক্ত করতে এসে ‘নিয়োগ’ মামলায় জড়ালেন নয়া পর্ষদ সভাপতি গৌতম পাল

এবার বিপাকে গৌতম পাল। টেট দুর্নীতির (TET Scam) মাঝে মানিক ভট্টাচার্যকে সরিয়ে শিক্ষা পর্ষদের সভাপতি পদে বসানো হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পালকে। এদিকে সেই ঘটনার দুই দিনের মাথায় গৌতম পালের বিরুদ্ধে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High court)।

গৌতম পালের বিরুদ্ধে অভিযোগ, ওই পদে বসার যোগ্যতা নেই গৌতম পালের। শুক্রবার মামলা দায়ের করেছেন প্রলয় চক্রবর্তী। এদিকে মামলা গ্রহণ করেছেন বিচারপতি কৌশিক চন্দ। সমস্ত পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতির বেঞ্চ। সম্প্রতি প্রাথমিক পর্ষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় মানিক ভট্টাচার্যকে।

   

মানিকের জায়গায় সভাপতি হয়েছেন গৌতম পাল। তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য। এছাড়া সরিয়ে দেওয়া হল প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্যদের। এদিকে সরকার তৈরি করা হয়েছে ১১ সদস্যের নতুন অ্যাঢক কমিটি। নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদাররা এবার প্রাথমিকের পরিচালন ব্যবস্থার আওতায় আনা হয়েছে বলে খবর। রয়েছেন ডঃ স্বাতী গুহও।

শিক্ষা পর্ষদের সভাপতি পদে গৌতম পাল আশ্বাস দিয়েছিলেন যে, প্রতি বছর টেট হবে। আগামীতে সব কিছু স্বচ্ছভাবে হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন