Loksabha Election 2024: ঘোষণার আগেই ফাঁস তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা

লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে আজ রবিবার ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল। আজ এই ব্রিগেডের সভা থেকেই লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এরই মাঝে ফাঁস হল তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা।

   

১) রাজ চক্রবর্তী- ব্যারাকপুর

২) রচনা বন্দ্যোপাধ্যায়-হুগলি

৩) সোনাক্ষী বা শত্রুঘ্ন সিনহা-আসানসোল

৪) সৌগত রায়-দমদম

৫) সায়নী ঘোষ-যাদবপুর

৬) সুদীপ বন্দ্যোপাধ্যায়- কলকাতা উত্তর,

৭) মালা রায়-কলকাতা দক্ষিণ

৮) উত্তম বারিক-কাঁথি

৯) অসীমা পাত্র-আরামবাগ

১০) কীর্তি আজাদ-বর্ধমান-দুর্গাপুর

১১) মহুয়া মৈত্র-কৃষ্ণনগর

১২) অজন্তা বিশ্বাস -মথুরাপুর

১৩) প্রসূন বন্দ্যোপাধ্যায়-হাওড়া

১৪) শম্পা ধাড়া-পূর্ব বর্ধমান

১৫) প্রিয়দর্শিনী হাকিম-বসিরহাট

১৬) প্রসূন বন্দ্যোপাধ্যায়-বালুরঘাট
১৭) শান্তনু সিনহা বিশ্বাস-বহরমপুর

১৮) দেব অধিকারী-ঘাটাল 

১৯)খলিলুর রহমান/জাকির হোসেন-জঙ্গীপুর

২০) আবু তাহের/সৌমিক হুসেন-মুর্শিদাবাদ

২১) অসিত মাল-বোলপুর

২২) শতাব্দী রায়-বীরভূম

২৩) কুণাল ঘোষ-তমলুক

২৪) উদয়ন গুহ/রবীন্দ্রনাথ ঘোষ-কোচবিহার

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন