Recruitment Corruption: মানিকের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ হাইকোর্টের

Recruitment Corruption) মামলায় এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Manik Bhattacharya

নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায় এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জরিমানার ৫ লক্ষ টাকা না দেওয়ার কারণে ইডিকে এই নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। দেশে, বিদেশে মানিকের সম্পত্তি বাজেয়াপ্ত করবেন ইডির আধিকারিকরা।

Advertisements

সঠিক পদ্ধতিতে ওএমআর শিট না দেওয়ায় গত ২৫ জানুয়ারি মানিক ভট্টাচার্যকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির নির্দেশ, যতদিন অবধি এই ৫ লক্ষ টাকা তিনি না দেবেন, ততদিন অবধি মানিকের সমস্ত ইডির কাছে থাকবে।

Advertisements

প্রসঙ্গত, ২০১৪ টেটের এক পরীক্ষার্থী আরটিআই করে নিজের ওএমআর শিট জানতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় পর্ষদের আধিকারিকদের তরফে জানানো হয়, এই মুহুর্তে ওএমআর শিট দেওয়া সম্ভব নয়। পরে সেই চাকরি প্রার্থী ফের আরটিআই জমা দিলে উত্তরপত্র দেওয়া হয়। কিন্তু চাকরি প্রার্থীর অভিযোগ, সেই উত্তরপত্র, আসল উত্তরপত্র নয়। পরে সেই চাকরি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়ে জানান, নিয়ম মেনে দেওয়া হয়নি ওএমআর শিট। একটা ডিজিটাল ফাইল তাঁকে দেওয়া হয়েছে।

এরপরেই সেই অভিযোগের ভিত্তিতে তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে ২ সপ্তাহের মধ্যে টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়। কিন্তু মানিক ভট্টাচার্যের তরফে তা দেওয়া হয়নি। পরে নিয়োগ দুর্নীতিতে মানিকের স্ত্রী ও পুত্রের কারাবাস হয়। এখনও অবধি সেই টাক জমা না পড়ায় কড়া নির্দেশ দিলেন বিচারপতি।