HomeWest BengalKolkata Cityঅভিষেকের বিরুদ্ধে চলবে সিবিআই তদন্ত, জরিমানা ২৫ লাখ

অভিষেকের বিরুদ্ধে চলবে সিবিআই তদন্ত, জরিমানা ২৫ লাখ

কিন্তু শেষমেশ সেই মামলায় রক্ষাকবচ পেলেন না।

- Advertisement -

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ চিঠি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল।

এছাড়াও বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৫ লক্ষ টাকা জরিমানা করেন আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য। এর সঙ্গেই কুন্তল ঘোষকেও ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

   

১৩ এপ্রিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই-ইডি কে নির্দেশ দেন যে প্রয়োজনে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে। কিন্তু শেষমেশ সেই মামলায় রক্ষাকবচ পেলেন না।

প্রসঙ্গত, নিয়োই দুর্নীতি মামলায়, তৃণমূলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষ দাবি করেন যে তার মুখ দিয়ে তদন্তকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে। এই অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে এবং হেস্টিংস থানায় চিঠি দেন কুন্তল ঘোষ। সেই চিঠি প্রসঙ্গেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল যে সিবিআই বা ইডি প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular