HomeWest BengalKolkata Cityসৌমিত্রকে কি গ্রেফতার করবে রাজ্য পুলিশ? কী বলল কলকাতা হাইকোর্ট

সৌমিত্রকে কি গ্রেফতার করবে রাজ্য পুলিশ? কী বলল কলকাতা হাইকোর্ট

- Advertisement -

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’কে (Saumitra Khan) কি গ্রেফতার করতে পারবে রাজ্য পুলিশ? কলকাতা হাইকোর্টে নির্দেশে স্বস্তি পেলেন বিজেপি সাংসদ। বাঁকুড়ার সোনামুখী থানায় দায়ের করা পুরনো এক মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। শুক্রবার হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চ সোনামুখী থানার ওই এফআইআর খারিজ করার নির্দেশ দিয়েছেন।

ফের বাংলার নজির, বাড়িতে বসেই এবার রেশন কার্ড আপডেট

   

সৌমিত্রের বিরুদ্ধে হিংসা ছড়ানো, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগও ওঠে। সেই মামলাতেই তদন্ত করে এমপি, এমএলএ বিশেষ আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। এর পরেই সৌমিত্রকে তলব করেছিল নিম্ন আদালত। অভিযোগ, একাধিক বার তলব করা হলেও হাজিরা দেননি তিনি। বার বার হাজিরা এড়িয়েছেন। আর তা নিয়েই বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নিম্ন আদালত।

প্যারিস অলিম্পিক 2024, কখন এবং কোথায়? বাড়ি থেকে বিনামূল্যে লাইভ অলিম্পিক অনুষ্ঠান দেখুন

নিম্ন আদালতের নির্দেশের পর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌমিত্র। শুক্রবার হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ সোনামুখী থানায় দায়ের হওয়া সৌমিত্রের বিরুদ্ধে ওই এফআইআরটি খারিজের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত অতীতে ২০১৯ সালে বাঁকুড়ার পত্রসায়র ও বিষ্ণুপুর থানাতেও সৌমিত্রের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। আদালত সূত্রে খবর, সেই সময় বেআইনি ভাবে বালি উত্তোলনের অভিযোগে এবং অস্ত্র আইনে মামলা হয়েছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলার জেরে ২০১৯ সালের লোকসভা ভোটের সময় নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারে যেতে পারেননি সৌমিত্র।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular