খাস কলকাতায় ব্যবসায়ীকে শ্বাসরোধ করে খুন

Kolkata police

এবার খাস কলকাতায় ব্যবসায়ীয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল। ওই ব্যবসায়ী হাওড়ার বাসিন্দা ছিলেন বলে খবর। এলগিন রোডের একটি গেস্ট হাউস থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisements

তদন্তকারীদের অনুমান, ফোনের তারের ফাঁস দিয়ে ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে। মৃতের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, ওই ব্যক্তিকে অপহরণ করে খুন করা হয়েছে। এমনকি কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। এহেন রুদ্ধশ্বাস ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড শাখা।

   

প্রশ্ন উঠছে, এই স্বর্ণ ব্যবসায়ীকে খুনের নেপথ্যে পরিচিতদের হাত রয়েছে? কী কারণে এই খুন তা খুঁজছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় লি রোডে ছেলের সঙ্গে ছিলেন ওই ব্যবসায়ী। দোকানে পান কিনতে যাওয়ার সময় সেখান থেকেই তাকে তুলে নিয়ে যান ৪-৫ জন। পরে এলগিন রোডের হোটেলে উদ্ধার হয় দেহ।

 

অপহরণের পরেই পরিবারের তরফে প্রথমে ভবানিপুর থানায় অভিযোগ দায়ের করা হয় এবং পরবর্তীকালে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্তারা তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। ওই ব্যবসায়ীর ফোনের লোকেশন, সিসিটিভি-র ফুটেজ এবং অন্যান্য সূত্র খতিয়ে দেখা শুরু করেন তাঁরা। সোমবার প্রায় সারারাত খোঁজ চলে। মঙ্গলবার সকালে জানা যায় যে এলগিন রোডের একটি হোটেল থেকে উদ্ধার হয়েছে ওই ব্যবসায়ীর দেহ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements