Wednesday, November 26, 2025
HomeWest BengalKolkata CityKaustav Roy: আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার ‘মমতাময়ী’ ব্যবসায়ী

Kaustav Roy: আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার ‘মমতাময়ী’ ব্যবসায়ী

আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার হল ব্যবসায়ী কৌস্তুভ রায় (Kaustav Roy)। সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করেছে ইডি। তার আগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যবসায়ী কৌস্তুভ দীর্ঘ দিন ধরেই তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত। কৌস্তুভের গ্রেফতারি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয় কি না এখন সেটাই দেখার।

Advertisements

কৌস্তুভের বিরুদ্ধে অনেক বার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তার অফিস এবং বাড়িতে কয়েক মাস আগেই হানা দিয়েছিল আয়কর দফতর। সে সময় কৌস্তুভের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছিল বলে জানা যায়। কিন্তু তখন তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

   

জানা গেছে, কৌস্তুভকে সোমবার সকালে তলব করা হয়েছিল। কেন্দ্রীয় সংস্থাকে চিঠি দিয়ে জানান, সকালে হাজিরা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই ইডি তাকে বিকেল ৪টেয় হাজিরা দিতে বলেছিল।

Advertisements

জিজ্ঞাসাবাদ করার পর রাত ১টা নাগাদ তাকে গ্রেফতার করা হয়। কৌস্তুভের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি।কৌস্তুভকে সোমবার বেশ কিছু নথি নিয়ে হাজিরা দিতে বলেছিল ইডি। সম্ভবত সেই নথিতে অসঙ্গতি মিলতেই তাকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments