সল্টলেকের BA ব্লকে রবিবার সকালে অস্বাভাবিক এক ঘটনা ঘটেছে। স্থানীয়রা তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড অফিসের পাশে ফুটপাথে ছয়টি আধার কার্ড (Adhar Card) পড়ে থাকতে দেখেন। এমন দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে বিধাননগর থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধার কার্ডগুলো উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, “সকালে আমরা হাঁটতে বের হলে দেখলাম ফুটপাথে ছয়টি আধার কার্ড পড়ে আছে। প্রথমে বুঝতে পারিনি এগুলো কী, পরে পুলিশকে খবর দিয়েছি।”
ঘটনার পরই বিধাননগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং উদ্ধার করা আধার কার্ডগুলো সুরক্ষিত রাখে। পুলিশ সূত্রে জানা গেছে, “আমরা এখন খতিয়ে দেখছি এই কার্ডগুলো কিভাবে সেখানে এল। এর সঙ্গে কেউ আইনভঙ্গ করেছে কিনা, সেটাও তদন্ত করা হচ্ছে। কার্ডগুলোর মালিকানার তথ্য যাচাই করা হচ্ছে।”
এই ঘটনা স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, যদি কার্ডগুলো সত্যিই তৃণমূল অফিসের আশেপাশে পাওয়া যায়, তাহলে এটি কি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে রাখা হয়েছিল, নাকি এটি অন্য কোনো কারণে সেখানে এসেছে।
অন্যদিকে, বিধাননগর থানার এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা প্রতিটি আধার কার্ডের বিস্তারিত তথ্য যাচাই করছি। প্রয়োজন হলে সংশ্লিষ্ট আধার সংস্থা এবং কেন্দ্রীয় তথ্য সংরক্ষণকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হবে। লক্ষ্য হল, কার্ডগুলো কিভাবে ফুটপাথে এসেছে এবং এর পেছনে কারা দায়ী তা নির্ধারণ করা।”
