HomeWest BengalKolkata Cityশুক্রবারে চিরবিদায় 'ব্র্যান্ড' বুদ্ধর! কোন কোন কর্মসূচী থাকছে আগামীকাল?

শুক্রবারে চিরবিদায় ‘ব্র্যান্ড’ বুদ্ধর! কোন কোন কর্মসূচী থাকছে আগামীকাল?

- Advertisement -

চিরবিদায়ের পথে বাঙালির প্রিয় রাজনীতিক বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। সাদা ধুতি, পাঞ্জাবি, সিগারেট আর বই পড়ার নেশাকে চিরতরে খালি রেখে আচমকা হারিয়ে গেলেন বহুদূরে। বাঙালির প্রিয় ‘জেন্টলম্যান’, যাকে দেখে একটা সময় বাঙালি যুবকরা উদ্দীপনা পেয়ে রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী শেষবারের মতো তিলোত্তমার বুকে দাপিয়ে বেড়াবেন। প্যাম এভিনিউ-এর বুকে তাঁর পায়ের ছাপ আর পড়বে না। আর প্রতিদিন সকালে কেউ কাগজ পড়ে শোনানোর জন্য কেউ বায়না করবে না। সেই বাঙালির প্রিয় বুদ্ধ এবার অন্তিম যাত্রায়।

স্বাধীনতা দিবসে কলকাতা মেট্রোর সময়সূচিতে বড় বদল

   

বৃহস্পতিবার তাঁর দেহ শায়িত রয়েছে পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সেখান থেকে দেহ বার করা হবে। তার পরে শেষযাত্রা শুরু হবে রাজ্য বিধানসভার উদ্দেশে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিধানসভায় মরদেহ থাকবে। সেখান থেকে বেলা ১২টা নাগাদ দেহ নিয়ে যাওয়া হবে সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানেই মরদেহ শায়িত থাকবে বিকাল ৩টে পর্যন্ত।

৯ অগস্ট আদিবাসী দিবস উদযাপন শুরু, থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সেখান থেকে প্রয়াত বুদ্ধদেবের দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দফতরে। পৌনে ৪টে পর্যন্ত বুদ্ধদেবের দেহ শায়িত থাকবে সেখানে। সেখান থেকে শ্রদ্ধাজ্ঞাপনের পরে মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে শিয়ালদহের এনআরএস হাসপাতালে। সেখানেই বুদ্ধদেবের দেহ দান করা হবে ভবিষ্যতের চিকিৎসার গবেষণার কাজে। পিস ওয়ার্ল্ডে যাওয়ার আগে বৃহস্পতিবারই বুদ্ধদেবের মরদেহের চক্ষু থেকে কর্নিয়া সংগ্রহের প্রক্রিয়া সমাপ্ত হয়েছে পরিকল্পনা মতো।

বহুবছর ধরে অসুস্থ ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে রাজনীতির খবর তিনি রাখতেন সর্বদা। সক্রিয় রাজনীতি থেকে দূরে থেকেও নতুন প্রজন্মকে বরাবর ভরসা জুগিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর অবস্থার অবনতি হয়, বাড়তে থাকে জ্বর। চিকিৎসকে খবর দেওয়া হয়। তিনি গেলেও শেষরক্ষা হয়নি।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular