Jalpaiguri: ভাড়া বাড়িতেই ব্রাউন সুগারের ব্যবসা, জলপাইগুড়িতে চাঞ্চল্য

brown sugar

চাঞ্চল্যকর ঘটনা ঘটল বানারহাটের গয়েরকাটার অজয়ঘোষ পল্লী এলাকায়। একটি ভাড়া বাড়িতে রমরমিয়ে চলছিল ব্রাউন সুগারের ব্যবসা। স্থানীয় সূত্রে খবর পেয়ে বিন্নাগুড়ি আউট পোস্টের পুলিশ বাড়িটি ঘিরে ফেলে।

ভাড়া বাড়িটি থেকে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। সেই সঙ্গে সুগার মাপার যন্ত্র, সিল্ভার পেপার, একটি মোটর বাইকসব প্রচুর টাকাও পাওয়া গিয়েছে। এই ঘটনায় বানারহাট থানার পুলিশ একজনকে আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

   

শনিবার রাতে এক পঞ্চায়েত সদস্য পথ কুকুরদের খেতে দিতে গিয়ে ভাড়া বাড়িটিতে কয়েকজন সন্দেহভাজনকে দেখতে পান। তিনিই স্থানীয় কিছু মানুষদের ডাকেন তারপরে পুলিশে খবর দেওয়া হয়। যদিও পুলিশ আসার আগেই পালিয়ে যান ভাড়াটিয়ারা। মনে করা হচ্ছে, জলপাইগুড়ি-ডুয়ার্স এলাকায় ফের সক্রিয় হচ্ছে মাদক কারবারীদের আসর। প্রশাসন এই বিষয়ে নজর রাখছে বলে জানা গিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন