কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে তৈরী হয়েছে রাজনৈতিক উত্তেজনা (Brigade Gita Chanting Event 2025)। সদ্য সাসপেন্ড হওয়া ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ নিয়ে অনড়। এই আবহেই রবিবার ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান। এই অনুষ্ঠান আয়োজন করেছে সনাতন সংস্কৃতি সংঘ। এই অনুষ্ঠানে যোগ দেবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্তরা।
প্রায় ১৫০ সাধু সন্ত এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে এবং তিনটি মঞ্চ তৈরী করা হয়েছে এই অনুষ্ঠানের জন্য। ঢোকা এবং বেরোনোর জন্য রাখা হয়েছে ১৮ টি গেট। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে করা হয়েছিল লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন। কিন্তু এবার আয়োজন আরও বড়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আরও বড় ধর্মীয় সমাবেশের আয়োজনে বিজেপি। এই গীতাপাঠের মুখ্য অতিথি হয়ে আসছেন জ্ঞানানন্দ মহারাজ।
থাকবেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী এবং তার সঙ্গে যোগ গুরু বাবা রামদেবেরও আসার কথা আছে। রবিবার সকাল ৯ টা থেকে শুরু হবে এই গীতা পাঠ এবং চলবে বেলা ২ তো অব্দি। ভূমি পুজোর পরে এই অনুষ্ঠানের মঞ্চ তৈরী শুরু হয়েছে। “এই গীতাপাঠের অনুষ্ঠানকে কটাক্ষ করে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন মানুষ তো রোজই গীতা পথ করতে পারে। অধীর আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিডের আগে সবাইকে হাত তালি দিতে বলেছিলেন।
এই গীতাপাঠ ও ঠিক এই রকম একটি অনুষ্ঠান। দেশের শান্তির জন্য ৫ লক্ষ কেন ৫ কোটি লোককে গীতা পাঠ করতে বলুন মোদী।” তিনি আরও বলেন গীতা এখন ভোট পুস্তক হয়ে গিয়েছে। এখন ভোটে জিততে গেলে গীতা পাঠ করতেই হবে। অন্যদিকে, বেলডাঙ্গার ঘটনা নিয়ে উত্তেজনা তীব্র। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আজও বলেছেন, “আগামীকাল শিলান্যাস হবেই।” বিজেপি অভিযোগ করছে, পুলিশ নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা নেবে।
শুভেন্দু অধিকারী আজ পুরুলিয়ায় বলেছেন, “মমতা পুলিশ দাঁড়িয়ে থেকে বাবরির শিলান্যাস করাবে।” এই দুই ঘটনা একদিকে বাবরি মসজিদের শিলান্যাস, অন্যদিকে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ যেন বাংলাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে।রবিবারের এই মহোৎসবকে কেন্দ্র করে কলকাতার ট্রাফিক ব্যবস্থাও বদলে যাবে।
পুলিশ জানিয়েছে, সকাল ছ’টা থেকেই ব্রিগেডের আশপাশের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে। মেট্রো রেলও বিশেষ ব্যবস্থা করছে। আয়োজকরা বলছেন, এবারের গীতাপাঠে অংশ নেবেন শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের মানুষ। মঞ্চে থাকবে বিশাল এলইডি স্ক্রিন, যাতে প্রতিটি শ্লোক দেখানো হবে।


