
- এনআরসির আতঙ্কে আত্মঘাতী হলো এক যুবক। নেতাজীনগরের বাসিন্দা দেবাশিস সেনগুপ্ত বুধবার তাঁর মামারবাড়িতে গলায় দড়ি দিয়েছেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পরিবারের দাবি তিনি বেশ কিছুদিন ধরেই এনআরসি নিয়ে চিন্তায় ছিলেন। মাঝেমধ্যেই তিনি প্যানিক অ্যাটাকে ভুগছিলেন বলে জানা গিয়েছে।
একত্রিশ বছর বয়সী দেবাশিস সেনগুপ্ত এই সিএএ আইন নিয়ে দোটানার মধ্যে ছিলেন। তাঁর মধ্যে নাকি জেল আতঙ্কের ভয় ছিল বলে দাবী করেছেন তাঁর পরিবারের লোকেরা। দেবাশিস সেনগুপ্তের মাসি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”আমাকে যদি তাড়িয়ে দেওয়া হয়, তাহলে কী হবে?”
বিগত পনেরো দিন ধরে তাঁর মধ্যে এই নাগরিকত্ব আইন নিয়ে তীব্র মাত্রায় আতঙ্ক ছিল। তাঁর বাবা-মা শরণার্থী ছিল বলে তাঁর মধ্যে এই আতঙ্ক জন্ম নিয়েছিল বলে জানা গিয়েছিল। কেউই তাকে বিশেষভাবে শান্ত করতে পারেনি।
যুবক সুভাষগ্রামে তাঁর মামারবাড়িতে বেড়াতে গিয়েছেলেন। সেখানেও গিয়েও তিনি আর মামাকে তাঁর সমস্যার কথা বলেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন রাজ্য সরকার। তৃণমূলের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সন্ধ্যায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যাবে। এই দলে কুনাল ঘোষ, সায়নী ঘোষসহ থাকেবন আরও তৃণমূল নেতারা।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










