Nandigram:ভোটের আগে কুরুক্ষেত্র নন্দীগ্রাম!তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ

bjp-tmc

ভোট বাজারে ফের উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে উত্তাল হয়ে উঠল শুভেন্দু গড়। তৃণমূল এবং বিজেপির হাতাহাতি গড়াল বোমাবাজিতে। শুধু তাই নয়,গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গড়চক্রবেড়িয়া বাজারে। সূত্র মারফৎ জানা গিয়েছে যে, এক তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে।

Advertisements

আরও জানা গিয়েছে যে, তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে আঙুল তুলছে। তৃণমূলের অভিযোগ, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গড়চক্রবেড়িয়া বাজারে তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধর করা হয় । এরপর ভোটের আবহে এলাকায় সন্ত্রাস ছড়াতে ও ভয়ের বাতাবরণ তৈরি করতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল।

Advertisements

অপরদিকে বিজেপির অভিযোগ তৃণমূলের লোকজন তাদের কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে। বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন পরিবারের সদস্যরাও।এলাকায় বোমাবাজিও করা হয় অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে দেখা গেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফেটে যাওয়া বোমের সুতো। ভাঙচুর করা হয়েছে একাধিক মোটরসাইকেলও।স্থানীয় এক বিজেপি নেতার বক্তব্য যে, তাঁরা ফ্লেক্স লাগাচ্ছিল সেই সময় তৃণমূল বাহিনী তাঁদের উপর আক্রমণ করে। যদিও এই ঘটনা অস্বীকার করেছে তৃণমূল।