ব্যাঙ্ক এবং সোনার দোকানের সামনে চলল এলোপাথারি গুলি! চাঞ্চল্য মালদায়

malda fire case

রেমালের দুর্যোগের মধ্যেই এলোপাথারি গুলি চালানোর ঘটনা ঘটল মালদায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং সোনার দোকানের সামনে তান্ডব চলে। চলে পাঁচ রাউন্ড গুলি। এই দুর্যোগের মধ্যে মালদহের ভূতনির হরচন্দ্রপুর এলাকার ঘটনায় আতঙ্কে প্রহর গুনছেন বাসিন্দারা।

জানা গিয়েছে, একটি ব্যাঙ্কের সামনে প্রথম শূন্য গুলি চালানো হয়, তারপর একটি সোনার দোকানের সামনে চলে দৌরাত্ম্য। বেপরোয়া গুলি চালানোর ফলে পথচারী-দোকানিরা আড়ালে লুকানোর চেষ্টা করেন। তার মধ্যেই কয়েকজন লুকিয়ে ফোনে বিষয়টি থানায় জানান। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অস্ত্র উঁচিয়ে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। যে কোনও সময় বড়সড় ডাকাতি বা লুটপাটের আশঙ্কা করছেন বাসিন্দারা।

Advertisements

কিন্তু এই গুলি চালানোর ঘটনায় আপাতত কাউকে গ্রেফতার করা হয়নি। যদিও পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে। এই ঘটনার পিছনে কী রয়েছে কোনও রাজনৈতিক যোগ, সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  বাজার এলাকায় মুখ ঢোকে কয়েক জন দুষ্কৃতী ঢোকে। আচমকাই গুলি চালাতে শুরু করে। যে যেদিকে পারেন, ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন।