Sandeshkhali: ‘বাংলার কলঙ্ক মমতা’, সরব বিজেপি

সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুতে নতুন করে আসরে নামল বঙ্গ বিজেপি (BJP)। ‘বাংলার কলঙ্ক মমতা’, এই স্লোগান তুলে আজ বিক্ষোভে সামিল হয়েছে বঙ্গ বিজেপি।

আজ কলকাতায় বিক্ষোভ দেখানোর সময়ে সন্দেশখালির ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “আমাদের দাবি অভিযুক্ত শাহজাহান শেখ (Shahjahan Sheikh) ও তার সহযোগীদের গ্রেফতার করে আইন অনুযায়ী বিচার করা হোক। কিন্তু রাজ্য সরকার তা শুনতে রাজি নয়। গত ১২ বছর ধরে পুলিশ ওই দ্বীপে যায়নি, কিন্তু এখন দ্বীপটিকে ঘিরে রেখেছে শত শত পুলিশ। গত দু’মাস ধরে সন্দেশখালির মহিলারা ন্যায়বিচারের দাবি জানালেও কাউকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। পুলিশ আমাদের ঢুকতে দেয়নি বলেই আমরা আদালতের অনুমতি নিয়ে প্রতিবাদ জানাতে বসেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সন্দেশখালির বিধায়ক একজন মহিলা, তবুও মহিলারা রাজ্যে সবচেয়ে নিপীড়িত।”

   

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং গোলযোগপূর্ণ সন্দেশখালিতে ক্ষমতাসীন তৃণমূল নেতাদের গ্রামবাসীদের উপর অত্যাচারের প্রতিবাদে কলকাতায় দু’দিনের ধর্না শুরু করেছে বিজেপি। বিজেপির রাজ্য নেতাদের নেতৃত্বে মহাত্মা গান্ধীর মূর্তির কাছে মেয়ো রোডে ধর্নায় বসতে শুরু হয়। পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। সন্দেশখালিতে জমি দখল ও যৌন নির্যাতনের বেশ কয়েকটি ঘটনা রাজ্যের এই পরিস্থিতির উজ্জ্বল উদাহরণ।”

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন