দিলীপ-সুকান্তের পর বিজেপি সভাপতি কে, বুধেই মিলবে জবাব

BJP Leader Gulfam Singh Yadav Poisoned to Death in Uttar Pradesh

কলকাতা: বঙ্গ বিজেপির (BJP) ভবিষ্যৎ নেতৃত্বের উত্তরাধিকারী ঠিক হতে চলেছে আজ, বুধবার। কারণ আজই হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি পদের মনোনয়ন পর্ব। দীর্ঘদিন ধরেই এই পদে নতুন নেতৃত্বের জল্পনা চলছিল। দিলীপ ঘোষের পরে সুকান্ত মজুমদার যখন সভাপতি হন, তখনও একপ্রকার চমকই ছিল। এবারও কী নতুন কোনও চমক অপেক্ষা করছে বিজেপির রাজ্য নেতৃত্বের ক্ষেত্রে, সেই প্রশ্নে উত্তাল রাজনৈতিক মহল।

Advertisements

বিজেপি (BJP) সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টো থেকে ৪টা পর্যন্ত সল্টলেকের রাজ্য দফতরে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত স্ক্রুটিনি পর্ব চলবে। সন্ধ্যা ৫টা থেকে ৬টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। তারপরই সন্ধ্যা ৬টা নাগাদ বিজেপির রাজ্য সভাপতি পদপ্রার্থীদের তালিকা প্রকাশ করবে রাজ্য নেতৃত্ব।

   

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির (BJP) অভ্যন্তরীণ রীতি অনুযায়ী, সাধারণত একক প্রার্থীই মনোনয়নপর্বে অংশ নেন। রাহুল সিনহা, দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার— সকলের ক্ষেত্রেই ভোটাভুটি ছাড়াই সভাপতি নির্বাচিত হয়েছেন। এবার সেই প্রথার ব্যতিক্রম হয় কিনা, সেটাই দেখার।

এদিকে আগামীকাল, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। প্রদেশ পরিষদের মোট ২৯৪ জন প্রতিনিধি এই নির্বাচনে ভোট দেবেন। প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে একজন করে প্রতিনিধি মনোনীত হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার কথা রয়েছে আগামীকালই। সায়েন্স সিটি অডিটোরিয়ামে দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে।

বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদে রয়েছেন। তাঁর দায়িত্বে থাকা দুটি মন্ত্রকের কাজ সামলাতে গিয়ে এক ব্যক্তির এক পদ নীতি মেনে এবার হয়তো তাঁকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হতে পারে। সেই কারণেই নতুন সভাপতির নাম নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল।

Advertisements

তবে নতুন সভাপতির দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন শমীক ভট্টাচার্য। বিজেপির (BJP) রাজ্য মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ শমীক ইতিমধ্যেই দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন। যদিও তিনি নিজে জানিয়েছেন, একটি সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতেই তাঁর দিল্লি সফর। কিন্তু রাজ্য বিজেপির একাংশের দাবি, এই বৈঠক থেকেই আগামী সভাপতির ইঙ্গিত মিলেছে।

দলীয় সূত্রের খবর, শমীক ছাড়াও আরও কয়েকজন সিনিয়র নেতার নামও উঠে এসেছে আলোচনায়। তবে শেষ পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কাকে রাজ্য নেতৃত্বের দায়িত্ব দেন, সেটাই এখন দেখার বিষয়।

এদিন বিকেলে নমিনেশন পর্বের পর অনেকটাই স্পষ্ট হয়ে যাবে আগামী সভাপতি কে হচ্ছেন। রাজ্য বিজেপির এক প্রবীণ নেতা বলেন, ‘‘আজ একাধিক নাম থাকলে ভোটাভুটি হবে। না থাকলে আজই নাম চূড়ান্ত হয়ে যাবে।’’

আগামীকাল বৃহস্পতিবার রাজ্য বিজেপির জন্য একটি ঐতিহাসিক দিন হতে চলেছে। কে হবেন সুকান্তের উত্তরসূরি— সেটাই এখন দেখার।