HomeWest BengalKolkata CityBJP নবান্ন অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা

BJP নবান্ন অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা

- Advertisement -

মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে সরগরম গোটা রাজ্য। ইতিমধ্যে একাধিক জেলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে বিজেপির কর্মী, নেতা, সমর্থকরা। যদিও বারবার পুলিশি বাধার মুখে তাঁদের পড়তে হচ্ছে বলে অভিযোগ। এমনকি অনেকেই  লুকিয়ে ট্রেনে আসছেন বলে শোনা যাচ্ছে।

এদিকে যেনতেন প্রকারে বিজেপির নবান্ন অভিযান আটকাতে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে রাজ্য পুলিশ। দ্বিতীয় হুগলী সেতুর আটটি র‍্যাম্পে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এছাড়া হাওড়া ব্রিজে ওঠার মুখে ত্রিস্তরীয় ব্যারিকেড রয়েছে। এদিকে এই অভিযান রুখতে সাঁতরাগাছিতে বেনজির পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। পে লোডার দিয়ে মাটি খুঁড়ে বসানো হয়েছে ৮ ফুটের গার্ডরেল।

   

এছাড়া মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশের প্রায় ২ হাজার কর্মীকে। ১৮ জন ডেপুটি কমিশনার, ৩২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৬২ জন ইন্সপেক্টর, ৫ জন জয়েন্ট পুলিশ কমিশনার রয়েছেন। জানা যাচ্ছে, মূলত তিন জায়গায় জমায়েত হবে বিজেপি কর্মীরা। হাওড়া ময়দান, সাঁতরাগাছি ও কলেজ স্কোয়ারে উপস্থিত হয়েছেন কর্মীরা৷ সেখান থেকেই বেলা ১ টা নাগাদ শুরু হবে মিছিল৷ বিভিন্ন জায়গায় একাধিক স্তরের নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

দিলীপ ঘোষের নেতৃত্বে একটি মিছিল কলেজ স্কোয়ার থেকে এমজি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, হাওড়া ব্রিজ অ্যাপ্রোচ রোড হয়ে এগোনোর কথা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular