Dilip Ghosh: ‘বাংলায় সিবিআই সেটিং’ মন্তব্যে অনড় দিলীপ, বিজেপির অস্বস্তি

Dilip Ghosh

‘বাংলায় সেটিং করতে এসেছে সিবিআই।’ রবিবার এক কেন্দ্রীয় অনুষ্ঠানে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের করা এই মন্তব্যকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। দিলীপ ঘোষ বরাবরই নিজের ঠোঁটকাটা মন্তব্যের জন্য শিরোনামে থাকেন। গতকালও তার ব্যতিক্রম ঘটে না। সেইসঙ্গে সোমবারও নিজের মন্তব্যই অটুট থাকলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

এদিনসাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সিবিআই কার, তাতে আমার কিছু যায় আসে না। বিজেপির ৬০ জন কর্মীকে হত্যা করা হয়েছে। কতজনকে সাজা দিয়েছে সিবিআই? দেশের অন্যতম বিশ্বস্ত সংস্থা সিবিআই। আমরাও তাদের বিশ্বাস করেছিলাম। কিন্তু ন্যায় মেলেনি। এখন আবার ইডির ওপর আস্থা রেখে দিলীপ ঘোষের মন্তব্য, সবথেকে বিশ্বস্ত এজেন্সি হিসেবে ইডি নিজেদের প্রমাণ করেছে।

   

গতকাল দিলীপ ঘোষ বলেন,‘বাংলায় সেটিং করছে সিবিআই।’ দিলীপ ঘোষ আরও বলেন, ‘বিগত কয়েক বছর ধরে বাংলায় সিবিআই-এর সঙ্গে সেটিং করা হয়েছিল। অর্থ মন্ত্রক বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে। ইডি পোষ মানবে না, কামড়াবে। যারা সেটিং করেছে তাঁরা এখন বলছে ইডি কেন? তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন