HomeWest BengalKolkata CityBJP: লকেটকে পাশে রেখে লালবাজারে আটক শুভেন্দুর হুঁশিয়ারি, 'ভাইপোকে ভিতরে ঢোকাব'

BJP: লকেটকে পাশে রেখে লালবাজারে আটক শুভেন্দুর হুঁশিয়ারি, ‘ভাইপোকে ভিতরে ঢোকাব’

- Advertisement -

BJP নবান্ন অভিযান ঘিরে সরগরম কলকাতা ও হাওড়া। যদিও কোনও মিছিল প্রাথমিক নিরাপত্তা বলয় টপকাতে পারেনি। তবে কলকাতায় পুলিশের ভ্যানে আগুন ধরানোর অভিযোগ উঠেছে। আর নবান্ন অভিযানের শুরুতেই হাওড়া থেকে আটক হন বিরোধী দলনেতা (Suvendu Addhikari) শুভেন্দু অধিকারী। লালবাজারে (Lalbazar) আটক শুভেন্দুর পাশে ছিলেন বিজেপি নেত্রী ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়। উত্তেজিত শুভেন্দু বলেন লালবাজার থেকে শাসক শিবিরের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বলেন, ক্ষমতায় এলে ভাইপো সহ আইপিএসদের ভিতর ঢোকাব।

এর আগে সাঁতরাগাছি থেকে আটক হবার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতাকে লেডি কিম বলে কটাক্ষ করেন। এ রাজ্যে উত্তর কোরিয়ার মতো একনায়কতন্ত্র চলছে বলেন তিনি। আর লালবাজারে শুভেন্দু বলেন, আমাদের রাজ্যে এক দশকের বেশী সময় ধরে যে দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির যিনি কিংপিন তাঁকে আজ আমি নতুন নাম দিয়েছি লেডি কিম।

   

বিরোধী দলনেতা বলেন, রাহুল সিনহার চোখ, হাত সব আঁচড়ে দেওয়া হয়েছে। ঘরের স্বামী স্ত্রী, শাশুড়ি বৌমা মারপিট করলে যেমন করেছে। আমার কাঁধে চোট পেয়েছি। তারপরে আইপিএসরা এসে বললেন আপনাকে অ্যারেস্ট করা হয়েছে।

এরপরেই তিনি বলেন, কোন প্ররোচনায় পা দেবে না। দীর্ঘমেয়াদি লড়াই। ডিসেম্বরের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাতে পারবে না। এই আইপিএসগুলোকে ভেতরে ঢোকাবো। ভাইপোতো যাবেই।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular