Biman Bose: আমি ওর বাড়া ভাতে ছাই দিইনি, মহাজোট নিয়ে শুভেন্দুকে কড়া বার্তা বিমান বসুর

Suvendu Adhikari and Biman Bose in heated discussion

বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে প্রশংসা শুনে অশিতীপর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর (Biman Bose) তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমি তো ওর বাড়া ভাতে ছাই দিইনি। প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসুর কড়া বার্তা সংঘ পরিবার পরিচালিত বিজেপির সাথে বামপন্থীদের কোনও মহাজোট হবে না। সম্ভব নয়।

বামফ্রন্ট চেয়ারম্যান আরও বলেছেন, যা হচ্ছে সবই আরএসএসের প্লট। তিনি বলেন, তৃ়ণমূল ও আরএসএস গাঁটছড়া বেঁধেছে। তৃ়ণমূলকে হটাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাজোটের ডাক দিয়েছেন প্রসঙ্গে বিমান বসু বলেন, তৃ়ণমূল ও বিজেপি বিরোধী সব শক্তিকে এক করতে চাই।

   

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে এসে পার্থ চট্টোপাধ্যায়ের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিআইএম কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তীর নাম আসায় রাজনৈতিক মহল আলোড়িত। এর প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, বিমান বসু তো পার্টি অফিসে থাকেন। নিজের কাপড় নিজে কাচেন। আমি রাজনৈতিক পরিবারের সন্তান। প্রণব মুখার্জি, বরকত গনিখান চৌধুরী, সিদ্ধার্থ শংকর রায়, বিমান বসুদের রাজনীতি দেখেছি। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি শুরু করেছেন রাজ্যে।
 বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সরাসরি শুভেন্দু অধিকারীর অবস্থানকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, নিয়োগ দু্র্নীতির তদন্তে আমাদের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকলে আমাদের জেলে নিয়ে যাক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন