
দুর্নীতির বিরুদ্ধে BJP-র ডাকা নবান্ন অভিযান (Nabanna Aviyan) ঘিরে সরগরম রাজ্য। ধুন্ধুমার চেহারা নিয়েছে হাওড়া, কলকাতা, সাঁতরাগাছি। এদিকে নবান্ন অভিযানে গিয়ে এবার আহত হলেন বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। মঙ্গলবার মহাত্মা গান্ধী রোডে তিনি আহত হয়েছেন বলে খবর। বিজেপি নেত্রীর মাথা ফেটে গিয়েছে বলে খবর।
তাঁকে বর্তমানে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। জানা গিয়েছে, এদিন বড়বাজার থেকে একটি মিছিল এগোয় নবান্নের দিকে। ওই মিছিলে বাধা দেয় পুলিশ। তবে পুলিশের বাধা না শুনে এগোতে গেলে শুরু হয় খণ্ডযুদ্ধ। আর তাতে মাথা ফাটল কলকাতা পুরসভার ৪ নম্বর বরোর অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, মাথায় গেরুয়া কাপড় চেপে রেখে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় মীনাদেবীকে।
এদিকে বিজেপির নবান্ন অভিযান রুখতে পুলিশ জলকামান ব্যবহার করে। হাওড়া জেলা পুলিশের নিরাপত্তা বলয় ভেঙে এগোতে গিয়ে জলের তোড়ে দিশেহারা বিজেপি সমর্থকরা। তবে এই ঘটনায় সাঁতরাগাছি সরগরম।










