Loksabah election 2024: ঘৃণা ভাষণ ছেড়ে গম্ভীরা,বাউল গানের মাধ্যমে প্রচার করছেন বিজেপি প্রার্থী

srirupa mitra

লোকসভা ভোটে বিভিন্ন উপায়ে প্রচার সারছেন বিভিন্ন প্রার্থীরা। কেউ নিজের দলের আদর্শের কথা তুলে ধরছেন আবার কেউ বিরোধী শিবিরের প্রার্থীদের নামে দোষারোপ করছেন। কেউবা একদম ব্যক্তিগত আক্রমণ করে কুৎসা,অপপ্রচার করছেন। কিন্তু সেই চেনা ছবির বাইরে দেখা গেল একদম অন্য একটি ঘটনা। ঘৃণা ভাষণ ছেড়ে গম্ভীরা,বাউল গানের মাধ্যমে প্রচার করছেন বিজেপি প্রার্থী। দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর এই অভিনব প্রচার অনেকেরই নজর কেড়েছে।

গম্ভীরা, বাংলার বাউল গানের মধ্যে দিয়েও তিনি বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ভোট প্রচার করছেন। গম্ভীরা শিল্পী ও বাউল শিল্পীরা প্রার্থীর হয়ে নতুন গান বেঁধেছেন। সেই গান পরিবেশন করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। শুধু পরিবেশন নয়,তাঁদের তালের সঙ্গে তাল মেলাচ্ছেন প্রার্থীও। মালদহ শহরের সুকান্ত মোড়, রথবাড়ি মোড় সহ বিভিন্ন জনবহুল এলাকায় ছোট ছোট আখড়া তৈরি করে কোথাও গম্ভীরা আবার কোথাও বাউল গান পরিবেশন করা হচ্ছে।

   

এই নিয়ে বিজেপি প্রার্থী সংবাদমাধ্যমকে বলেন,”মালদহের ঐতিহ্য গম্ভীরা আর বাংলার ঐতিহ্য বাউল গান। এগুলি নিয়েই আমাদের পথ চলা। তাই এই বাউল গম্ভীরা গানের মাধ্যমেই ভোট প্রচার করছি।” কোনও মঞ্চ বেঁধে নয়, খোলা আকাশের নীচেই এই ছোট ছোট আখড়াগুলো বসছে। গম্ভীরা ও বাউল গানের মাধ্যমে বিজেপির বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরা হচ্ছে। তুলে ধরা হচ্ছে শ্রীরূপা মিত্র চৌধুরী বিভিন্ন কথা। আগামী পরিকল্পনা কী রয়েছে সমস্ত কিছুই গানের মাধ্যমে বোঝানো হচ্ছে। সাধারণ মানুষ ভিড় করে শুনছেন এই অভিনব প্রচার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন