হাওড়া-শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জন্য বড় খবর, রবিবার কাটা যাবে না ট্রেনের টিকিট

রেল যাত্রীদের জন্য ফের এক বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেল। আপনিও যদি আগামীকাল কোথাও যাওয়ার জন্য পিআরএস-এর মাধ্যমে টিকিট কাটার পরিকল্পনা করছেন তাহলে টিকিট কাটার আগে আজকের এই লেখাটির উপর চোখ বুলিয়ে নেওয়া দরকার। বিশেষ করে যারা হাওড়া বা শিয়ালদা ডিভিশনের (Howrah-Sealdah) যাত্রী হয়েছে ট্রেনের টিকিট কাটবেন বলে ভাবছেন তাদের জন্য রইল অত্যন্ত জরুরী খবর।

Advertisements

 

   

আগামীকাল ২৮ জুলাই রবিবার কয়েক ঘন্টার জন্য প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম বন্ধ থাকবে। অর্থাৎ কেউ যদি সশরীরে গিয়ে অফলাইনে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের অফিস থেকে টিকিট কাটতে ইচ্ছুক হয়েছে থাকেন তাহলে তা পারবেন না। অর্থাৎ কেউ যদি ঘুরতে যাওয়া বা কাজের জন্য অফলাইনে রিজার্ভেশন অফিসে গিয়ে টিকিট কাটার পরিকল্পনা করে থাকেন তাহলে সমস্যা হবে। 

পূর্ব রেলের তরফে সাফ সাফ জানানো হয়েছে, রাত ১২তটা থেকে ভোর ৬টা অবধি কিছু কাজের জন্য বন্ধ থাকবে পিআরএস কাউন্টার। যদিও যাত্রীরা ইউটিএস অ্যাপ কিংবা আইআরসিটিসি থেকে টিকিট বুক করতে পারবেন যাত্রীরা। 

Advertisements

 

 

উল্লেখ্য, বর্তমানে কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের ৪টি রিজার্ভেশন অফিস রয়েছে। এই ৪তি অফিস রয়েছে রবীন্দ্র সদন, গার্জেনরিচ, কয়লাঘাটা ও মেটিয়াবুরুজ এলাকায়। কয়েক মাস আগে অবধি কয়লাঘাটার অফিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল রেল, তবে শেষ অবধি সেই পরিকল্পনা বাতিল করা হয়।