Wednesday, November 26, 2025
HomeWest BengalKolkata CityModi: ভোটের আগে গীতাপাঠ করিয়ে ব্রিগেড ভরাতে তৈরি বিজেপি

Modi: ভোটের আগে গীতাপাঠ করিয়ে ব্রিগেড ভরাতে তৈরি বিজেপি

- Advertisement -

আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ হবে। তারই প্রস্তুতি আজ শুক্রবার থেকেই শুরু হল। কুরুক্ষেত্র থেকে আনা হয়েছে মাটি। কুরুক্ষেত্রের মাটি গঙ্গার ঘাটে মেশানো হয়। এরপর গঙ্গাজল ও মাটি নিয়ে বাবুঘাট থেকে ব্রিগেড পর্যন্ত শোভাযাত্রা করেন সাধু-সন্ন্যাসীরা। জানা যাচ্ছে জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলনের পর ব্রিগেডে ভূমি পুজো করা হবে। ২৪ ডিসেম্বরের ব্রিগেডের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আগের বছর মায়াপুরে ৫ হাজার মানুষ একসঙ্গে গীতা পাঠ করেছিলেন। আগামী ২৪ তারিখ ব্রিগেডে হবে লক্ষ কন্ঠে গীতাপাঠ। এই উদ্যোগ নিয়েছে অখিল ভারতীয় সংসকৃত পরিষদ, সংস্কৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম সহ একাধিক সংগঠন। গীতাপাঠের এই অনুষ্ঠানে অংশ নেবেন মঠ-মিশনের আশ্রমিক, স্কুল পড়ুয়া, প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা।

   

আয়োজকরা জানাচ্ছেন এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও রাজ্যের সব বিধায়কদের আমন্ত্রণ জানানো হবে। অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের আয়োজক এবং লক্ষ কন্ঠে গীতাপাঠ মানস ভট্টাচার্য বলেন, ‘সবাইকে আমন্ত্রণ জানানো হবে, নেপথ্যে রাজনীতি নেই। ২৪ ডিসেম্বর সকাল ৯টায় এই অনুষ্ঠান শুরু হবে ২০ হাজার ৮টি শঙ্খধ্বনিতে। উল্লেখ্য, গীতা জয়ন্তী উপলক্ষেই হবে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

Recent Comments