weather update: নামল তাপমাত্রা, শুরুতেই কনকনিয়ে ঠাণ্ডা

Kolkata Winter

নিউজ ডেস্ক, কলকাতা: উত্তুরে হাওয়ার হাত ধরে শহরে শীতের (Winter) আগমনী। আজও ১৫ ডিগ্রির নীচে নামল কলকাতার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৩-৪ দিন শীতের আমেজ (Winter Update) এমনই থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipur Met Office) সূত্রে খবর, গতকাল মরসুমের শীতলতম দিন ছিল। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে পারদ আরও নামতে পারে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। কয়েকটি জেলায় ১২ ডিগ্রির নীচে পারদ নেমেছে। মঙ্গলবারও কলকাতার পারদ নেমেছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে।

   

আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিঙে মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৩ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ১০ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ি ১০.২, কোচবিহার ১০.৪, জলপাইগুড়ি ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গেও বেশকিছু জায়গায় পারদ নেমেছে অনেকটাই। পুরুলিয়া ১১.৭, শ্রীনিকেতন ১১.৮, পানাগড় ১২.৩, আসানসোল ১৩.৩, কৃষ্ণনগর ১৩.৪, মেদিনীপুর ১৩.৫ ও বাঁকুড়ায় পারদ নেমেছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন