লোকসভা ভোটের শেষ দফায় রেকর্ড গড়ল বাংলা, জেনে নিন কোন রেকর্ড

vote

অষ্টাদশ লোকসভার শেষ দফায় এসে রেকর্ড গড়ল বাংলা। ভোট দানের নিরিখে সপ্তমদফায় রেকর্ড গড়ে চমকে দিল বাংলা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে শেষ দফায় ভোটদানের হারে এগিয়ে বাংলা। সারা দেশের নিরিখে সপ্তম দফায় সবচেয়ে বেশী ভোট পড়েছে বাংলায়। কমিশন সূত্রে খবর, বিকেল ৫টা পর্যন্ত দেশের সাত রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটদানের গড় হার ৫৮.৩৪ শতাংশ। সপ্তম দফার ভোটদানের হারে এগিয়ে বাংলা। তার পর হিমাচল প্রদেশ ৬৬.৫৬ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়ল বিহারে ৪৮.৮৬ শতাংশ।

আরও জানা গিয়েছে যে সপ্তম দফায় বিকেল ৫টা পর্যন্ত বাংলার ন’টি আসনে ভোটদানের হার ৬৯.৮৯ শতাংশ। ভোটদানের হারে এখনও এগিয়ে বসিরহাটই ৭৬.৫৬ শতাংশ। কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট পড়েছে যথাক্রমে ৫৯.২৩ শতাংশ ও ৬০.৮৮ শতাংশ। বারাসতে ভোট পড়েছে ৭১.৮০ %, বসিরহাট ৭৬ .৫৬ %, ডায়মন্ড হারবার ৭২.৮৭%, দমদম ৬৭.৬০ %, যাদবপুর ৭০.৪১ %, জয়নগর ৭৩.৪৪ %, কলকাতা দক্ষিণ ৬০.৮৮ %, কলকাতা উত্তর ৫৯.২৩ %, মথুরাপুর ৭৪.১৩% ৷

   

তবে এইদিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে। সবচেয়ে বেশী অশান্তির খবর পাওয়া গিয়েছে। আক্রান্ত হয়েছে পুলিশ। মাথা ফেটেছে ভোটারদের। সন্দেশখালি থেকে বারবার অশান্তির পাওয়া গিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন