HomeWest BengalKolkata Cityনবমীর সন্ধ‌্যা থেকেই ভাসবে বাংলা! শহরজুড়ে সকাল থেকেই প‌্যান্ডেল হপিং

নবমীর সন্ধ‌্যা থেকেই ভাসবে বাংলা! শহরজুড়ে সকাল থেকেই প‌্যান্ডেল হপিং

- Advertisement -

কলকাতা, ১ অক্টোবর: আজ মহানবমী, দুর্গাপূজার শেষ দিন। শহরের প্রতিটি কোণায় আনন্দের আমেজ, ধর্মীয় পরিবেশ এবং সৃজনশীলতার মেলবন্ধন। আর তার সঙ্গে চলছে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন। কিন্তু এবারের মহানবমীতে একটু আলাদা চিত্র, কারণ শহরের আবহাওয়া (Weather Update)  নিয়ে কিছুটা উৎকণ্ঠা রয়েছে। নিম্নচাপের আশঙ্কা থাকলেও, সেসব কিছুই মানুষের উৎসাহে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। সকাল থেকেই মনোরম আবহাওয়ায় মণ্ডপে মণ্ডপে দর্শনের জন্য বেরিয়ে পড়েছেন প্রচুর মানুষ।

সকলে শেষবারের মতো দেবী দুর্গার প্রতিমা দর্শন করতে বেরিয়ে পড়েছে। আজ শহরজুড়ে যেমন মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল তেমনই নানা অনুষ্ঠানের আয়োজনও চলছে। ঢাক, মঞ্চ, পণ্ডিতদের কীর্তন, ও মহালয়ার ধ্বনিত রূপে পূর্ণ হচ্ছে মণ্ডপগুলো।

   

অবশ্য, গতকালের পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া কিছুটা অনিশ্চিত ছিল। নিম্নচাপের আশঙ্কায় অনেকেই উদ্বিগ্ন ছিলেন, বিশেষত প্যান্ডেল হপিং করতে গিয়ে যদি বৃষ্টিতে ভিজে যান, তবে আনন্দের আমেজ কিছুটা ম্লান হয়ে যাবে। তবে আজ সকাল থেকে আবহাওয়া বেশ স্বস্তিদায়ক। একদিকে হালকা মেঘলা আকাশ, আর অন্যদিকে শীতল বাতাস শহরের প্যান্ডেলগুলির দিকে আসন্ন দর্শকদের নিয়ে যাচ্ছে।

যদিও বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার কারণে বৃষ্টি হতে পারে। তবে এই আবহাওয়ার তোয়াক্কা না করেই সকাল সকাল বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular