HomeWest BengalKolkata Cityশুনানির প্রাক্বালে মশাল হাতে প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা

শুনানির প্রাক্বালে মশাল হাতে প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা

- Advertisement -

অভয়া হত্যাকাণ্ডের ৫২ দিন পার, বিচারের দাবিতে রাজপথে নাগরিক সমাজ । মশাল, মোমবাতি হাতে দিকে দিকে গর্জন। রবিবার শহরের হাসপাতাল গুলি থেকে মশাল হাতে প্রতিবাদে নামলেন জুনিয়র চিকিৎসক (Junior doctor) থেকে সাধারণ মানুষ। উত্তর থেকে দক্ষিণ প্রতিবাদ মুখর হয়ে উঠল তিলত্তমা। যাদপুর ৮ বি বাস স্ট্যান্ড থেকে মিছিল করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তনীরা। ‘জাস্টিস ফর আরজিকর’ স্লোগান তুলে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে পাসে থাকার বার্তা দেন তারা।

শহরে এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন জুনিয়র চিকিৎসকরা। তাদের নিরাপত্তা সহ অভয়ার বিচারের দাবিতে সোচ্চার হন তারা। অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত আরও একটি মিছিল করেন পড়ুয়া চিকিৎসকরা। শুধু শহরের রাজপথ নয়, জেলায় জেলায় গলি গলিতে মশাল ও মোমবাতি হাতে প্রতিবাদে গর্জে উঠেন নাগরিকরা। সুপ্রিম কোর্টে শুনানির প্রাক্বালে আরজিকর হাসপাতাল-এর পড়ুয়া চিকিৎসকরা মিছিল করে আসেন শ্যামবাজার ৫ মাথার মোড়ে সেখানে মানব বন্ধনে অংশ নেন তারা। সঙ্গে বিচারের দাবীতে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী চিকিৎসকরা।

   

আরজিকর কাণ্ডের পর থেকেই জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে ওঠে প্রশ্ন। দীর্ঘ আন্দোলনের পর কর্ম বিরতি তুলে ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করেন জুনিয়র চিকিৎসকরা, তবে ফের ছন্দপতন গত শুক্রবার কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও নার্সের উপর হামলা ঘটনা। ফের নিরাপত্তার নিয়ে সরব জুনিয়র চিকিৎসকরা। রবিবার সন্ধ্যায় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়ারা মশাল হাতে পথে নামেন। আন্দোলনকারী এক জুনিয়র চিকিৎসক বলেন, অভয়ার চোখ দিয়ে বেরনো রক্ত আজ মশালের আগুন হয়ে উঠেছে। মশাল হাতে প্রতিবাদ করে তারা প্রশাসনকে বুঝিয়ে দিতে চায় বিচার না হাওয়া পর্যন্ত তাদের এই প্রতিবাদের আগুন জ্বলবে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular