বাংলাদেশে সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তির দাবিতে কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিল

Sannyasi release protest kolkata

বাংলাদেশে (bangladesh) সন্ন্যাসী (Sannyasi) চিন্ময় কৃষ্ণ দাস নিঃশর্ত (unconditional) মুক্তির (release) দাবিতে কলকাতায় (kolkata) বৃহৎ মিছিলের (march) আয়োজন করা হয়েছে। বুধবার শিয়ালদা স্টেশন থেকে শুরু হয়ে মিছিলটি বাংলাদেশ ডেপুটি হাইকমিশন পর্যন্ত পৌঁছায়। মিছিলে নেতৃত্ব দেন বঙ্গীয় হিন্দু জাগরণের সদস্যরা, এবং এতে অংশগ্রহণ করেন অসংখ্য সনাতনী মানুষ।

মিছিলের প্রথম ভাগে উপস্থিত ছিলেন সাধু সন্তরা, যারা ধর্মীয় অবস্থান থেকে সন্ন্যাসীর মুক্তির দাবি জানান। তাঁদের সঙ্গে ছিলেন বিভিন্ন সংগঠনের সদস্যরা, যাঁরা মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়ে সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। মিছিলের পিছনে হাঁটছিলেন অগণিত সনাতনী সদস্যরা, যারা একত্রিত হয়ে এই দাবিকে সমর্থন জানান।

   

মিছিলের শেষে, চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ হাইকমিশনে পৌঁছে ডেপুটি হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা বাংলাদেশ সরকারকে অবিলম্বে সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানান।

চিন্ময় কৃষ্ণ দাস মহারাজের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি বাংলাদেশে ধর্মীয় সহিষ্ণুতা এবং শান্তির বার্তা প্রচার করতে গিয়ে স্থানীয় কিছু রাজনৈতিক গোষ্ঠীর শত্রুতা সৃষ্টি করেছেন। তার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে ধর্মীয় গোষ্ঠী এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এই গ্রেপ্তারকে অযৌক্তিক এবং অন্যায় বলে আখ্যায়িত করেছেন। তাঁরা দাবি করছেন, সন্ন্যাসী কোনও অপরাধ করেননি, তাই তাঁর মুক্তি নিশ্চিত করা উচিত।

এদিন মিছিল শেষে বঙ্গীয় হিন্দু সমাজের নেতারা বলেন, “ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষার জন্য আমরা সবসময় সোচ্চার। চিন্ময় কৃষ্ণ দাস মহারাজের মুক্তি আমাদের এক অগ্রগণ্য দাবি। আমরা আশা করি, বাংলাদেশ সরকার দ্রুত এই সমস্যা সমাধান করবে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন