JMB: পুরুলিয়া থেকে হাওড়া বাংলাদেশি জঙ্গি নেটওয়ার্কের সূত্র, ধৃত দুই জঙ্গি সহ শিক্ষক

জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশের (JMB) ভারতীয় শাখা বেশ সক্রিয় পশ্চিমবঙ্গে। সংগঠনটির ভারতীয় নাম জামাত উল মুজাহিদিন হিন্দ বা JMI গোষ্ঠী। তাদেরই দুই জঙ্গি…

Bangladesh Jmb militants arrested by stf kolkata

জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশের (JMB) ভারতীয় শাখা বেশ সক্রিয় পশ্চিমবঙ্গে। সংগঠনটির ভারতীয় নাম জামাত উল মুজাহিদিন হিন্দ বা JMI গোষ্ঠী। তাদেরই দুই জঙ্গি সহ সেফ হাউসের মালিক এক শিক্ষককে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স। তদন্তে উঠে এসেছে পুরুলিয়া থেকে হাওড়া পর্যন্ত জঙ্গি চক্রজাল।

Advertisements

এসটিএফের জালে আগেও হাওড়া থেকে জেএমবি জঙ্গিরা ধরা পড়েছে। এবার হাওড়ার বাঁকড়া থেকে ধরা পড়ল জেএমবি জঙ্গিদের আশ্রয়দাতা আনিরুদ্দিন আনসারি। অভিযোগ, শিক্ষক আনিরুদ্দিন। ধৃত আনিরুদ্দিন আনসারি পুরুলিয়ার পাড়া এলাকার বাসিন্দা। হাওড়ায় থাকেন। এসটিএফ জানাচ্ছে, বাঁকড়া মুন্সিডাঙার একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। সেই বাড়িতেই দু’জন জেএমবি জঙ্গিকে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে।

Advertisements

Read More: ভারত ও বাংলাদেশে সন্ত্রাস জাল ছড়ানো JMB প্রধান সালাউদ্দিন বেপাত্তা

জেএমবি সংগঠনটি বাংলাদেশে ভেঙে তৈরি হয় নব্য জেএমবি। বাংলাদেশ সরকারের সন্ত্রাসবাদ বিরোধী লাগাতার অভিযানে সেদেশের বিভিন্ন জঙ্গি সংগঠন প্রায় নিস্তেজ। বাংলাদেশে জঙ্গি দমন শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও অসমে নতুন করে জেএমবি সক্রিয়। তাদের ভারতীয় শাখার কমান্ডার বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড সালাউদ্দিন।

<

p style=”text-align: justify;”>বাংলাদেশের সিটিটিসি ইউনিট জানাচ্ছে, সালাউদ্দিনের মদতে পশ্চিমবঙ্গ থেকে বিশেষ নাশকতার জাল ছড়ানো হয়েছিল বাংলাদেশে। তবে পূর্ব বর্ধমানের সদর বর্ধমান শহরের খাগড়াগড়ের জেএমবি ঘাঁটিতে বিস্ফোরণের পর সেই ছক স্পষ্ট হয়।