কাস্ট সার্টিফিকেট জাল করে চাকরির আবেদন, সরব বাংলাপক্ষ

চাকরিতে দুর্নীতির অভিযোগ তুলে সরব হল বাংলাপক্ষ। কাস্ট ও ডোমিসাইল সার্টিফিকেট জালি করে বাংলার রাজ্যের জন্য সংরক্ষিত ৮৫% আসনে বাইরের রাজ্য যেমন বিহার, ইউপি, ঝাড়খন্ড,ওডিশা, রাজস্থান থেকে ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে। এরকমই একজন বিভিশা মহাপাত্রর নাম ওড়িশ্যা ও বাংলা দুই রাজ্যের রাজ্য কোটায় নাম আছে। সেটা কীভাবে সম্ভব? সে ওডিশায় জেনেরাল ক্যাটেগোরিতে আবেদন করেছে, কিন্তু বাংলায় এসসি ক্যাটেগোরিতে আবেদন করেছে। অর্থাৎ সে কাস্ট সার্টিফিকেট জালিয়াতি করেছে। সে ইতিমধ্যেই এনআরএস মেডিক্যাল কলেজে এসসি কোটায় এলটমেন্ট পেয়েছে।

তার বিরুদ্ধে বিধাননগরে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করলো বাংলাপক্ষ।

   

বাংলাপক্ষ’র তরফে শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি এই অভিযোগ দায়ের করেছেন। তাঁদের তরফ থেকে বলা হয়েছে, ১. বাংলায় মেডিক্যালে ভর্তিতে ডোমিসাইল বি বাতিল করতে হবে
২. যারা কাস্ট সার্টিফিকেট ও ডোমিসাইল জাল করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৩. যেসব আধিকারিক এই জাল কাস্ট ও ডোমিসাইল সার্টিফিকেত ইস্যু করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে।
৪. দুই রাজ্যের রাজ্য তালিকায় নাম থাকা ছেলেমেয়েদের বাংলায় মেডিক্যাল কলেজে ভর্তি বাতিল করতে হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন