জন্মদিনে এটুকুই থাক….ফের তৃণমূলে যাওয়ার আগে শোভনকে চুম্বনে ভরালেন বৈশাখী

শোভন রাজনীতিতে ফিরুক এটাই চাই। আগেই জানিয়েছেন তাঁর ‘সিঁদুর পরানো বান্ধবী’ বৈশাখী ব্যানার্জী। সূত্রের খবর, আসন্ন ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে তৃ়ণমূল কংগ্রেসের জনসভাতে ফের দলে ফিরছেন শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর জন্মদিন। দিনটি নিজের মতো পালন করলেন শোভন-বৈশাখী।

জন্মদিনে এটুকুই থাক....ফের তৃণমূলে যাওয়ার আগে শোভনকে চুম্বনে ভরালেন বৈশাখী

   

বৈশাখীর বিশেষ উপহারে আপ্লুত শোভন। তিনি বেশ উপভোগ করেছেন উপহার। জানা যাচ্ছে শোভন এখন অনেক ফ্রি। তিনি বিজেপি ছেড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফের সুসম্পর্ক হয়েছে। মমতার কানন টিএমসি নেতা হবেন এটা পাকা হয়ে গেছে।

এদিকে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্নার সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলা চলছে। রত্না এখন টিএমসি বিধায়ক ও কাউন্সিলর। তিনি দলে থাকতেই শোভন তাঁর সিঁদুর পরানো বান্ধবী বৈশাখীকে নিয়ে পুরনো দলে ফিরছেন।

ব্যক্তিগত ছবিতে শোভন বৈশাখী বরাবর সুপার হিট। যদিও টিএমসি মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, শোভন হলেন বৈশাখীর গ্ল্যাক্সো বেবি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন